বিদেশি নির্বাচনে নয় পরিকল্পনা, সাউলের রিপোর্টে বাড়তি নজর

অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। আইএসএলের দ্বিতীয় ডার্বি ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দেওয়ার পর বেশ কয়েকটি…

Saul Crespo

অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। আইএসএলের দ্বিতীয় ডার্বি ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দেওয়ার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ময়দানের এই প্রধান। তবে চোট আঘাতের সমস্যা যথেষ্ট ভোগাচ্ছে লাল-হলুদ শিবিরকে। ইতিমধ্যেই এসিএল ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছেন দলের তারকা মিডফিল্ডার মাদিহ তালাল। যারফলে এই মরসুমে আর হয়তো খেলতে পারবেন না তালাল। নিঃসন্দেহে যা বড়সড় ধাক্কা ইস্টবেঙ্গলের কাছে। কিন্তু তিনি একানন নন।

বর্তমানে চোটের সমস্যায় ভুগছেন দলের দুই স্প্যানিশ ফুটবলার। মিডফিল্ডার সাউল ক্রেসপো (Saul Crespo) এবং ডিফেন্ডার হেক্টর ইউস্তে। হেক্টরের চোট খুব একটা গুরুতর না হলেও সকলকে চিন্তায় রাখছেন সাউল ক্রেসপো। ভারতীয় তারকা জিকসন সিং থেকে শুরু করে আনোয়ার আলির মতো ফুটবলারদের মাঝেমাঝে খেলানো হলেও বিদেশি ফুটবলারদের অনুপস্থিতি কিছুটা হলেও ব্যাকফুটে রাখছে লাল-হলুদ শিবিরকে। তাই সবদিক খতিয়ে দেখেই আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে বিদেশি ফুটবলার নিতে মরিয়া ইস্টবেঙ্গল।

   

East Bengal FC Nears Signing Saul Crespo, Central Midfielder, from Odisha FC

সেক্ষেত্রে গত কয়েকদিন ধরেই উঠে আসতে শুরু করেছে দুই বিদেশি ফুটবলারদের কথা। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি। আসলে খেলোয়াড় চূড়ান্ত করার ক্ষেত্রে কিছুটা হলেও ধীরে চলো নীতি গ্ৰহন করছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। খতিয়ে দেখা হচ্ছে দলের বর্তমান খেলোয়াড়দের চোটের পরিস্থিতি। সেই অনুযায়ী ফুটবলার সই করাবে ইস্টবেঙ্গল। বিশেষ সূত্র মারফত খবর, এক্ষেত্রে সাউল ক্রেসপোর মেডিকেল রিপোর্টের দিকে ও নজর রয়েছে মশাল ব্রিগেডের। সব ঠিকঠাক থাকলে আগামী ২৮শে ডিসেম্বর চলে আসবে ক্রেসপোর বর্তমান পরিস্থিতির রিপোর্ট।

তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে গতবারের সুপার কাপ জয়ীরা। তবে সপ্তাহ কয়েক আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই স্প্যানিশ ফুটবলারের চোটের পরিস্থিতি তুলে ধরেছিলেন ইস্টবেঙ্গল কর্তা বিভাস বর্ধন আগরওয়াল। সেই অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই অনুশীলনে ফেরার কথা ক্রেসপোর।