East Bengal: চেন্নাইন এফসির তরুণ ফুটবলারকে নিতে চায় ইস্টবেঙ্গল

Jiteshwor Singh

নতুন মরশুমের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। এবারের ইন্ডিয়ান সুপার লিগের মাঝামাঝি সময় থেকেই বিদেশি ফুটবলারদের দিকে নজর ছিল ম্যানেজমেন্টের। পরবর্তীতে তারা চূড়ান্ত করে ফেলে পাঞ্জাব এফসির দাপুটে ফুটবলার মাদিহ তালালকে।

Advertisements

এই বছর পাঞ্জাব এফসির হয়ে খেললেও নতুন সিজনে লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে ফ্রান্সের এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। এছাড়াও নিজেদের দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। তবে সেখানেই শেষ নয়।

দেশীয় ব্রিগেডকে আরো মজবুত করার লক্ষ্য রয়েছে মশাল ব্রিগেডের। সেজন্য, আপুইয়া থেকে বিনীত রাইয়ের মতো ফুটবলারদের নিতে আসরে নামে কলকাতা ময়দানের এই প্রধান দল। যদিও এই দুই ফুটবলারকে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে পড়শী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু।

Advertisements

তবে প্রভাত লাকরা থেকে শুরু করে ডেভিড লালাসাঙ্গার মতো তরুণ প্রতিভাদের আগেই চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল। এবার আরো চমক দেওয়ার অপেক্ষায় ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক তরুণ ফুটবলারদের দিকে নজর গিয়েছে তাদের।

বিশেষ সূত্র মারফত খবর, চেন্নাইন এফসির তরুণ ফুটবলার জিতেশ্বর সিংকে নতুন মরশুমের জন্য এবার দলে চাইছে লাল-হলুদ ব্রিগেড। এবারের আইএসএলে একাধিক ম্যাচ খেলেছেন বছর বাইশের এই মিডফিল্ডার। পাশাপাশি দেশের অনূর্ধ্ব ২৩ ফুটবল দলে ও যথেষ্ট সক্রিয়তা রয়েছে এই প্রতিভার‌। ডিফেন্সিভ মিডিও হিসেবে পরিচিত হলেও প্রয়োজন মতো সেন্ট্রাল মিডফিল্ডে ও যথেষ্ট সক্রিয় এই ফুটবলার। তবে আগামী ২০২৫ পর্যন্ত দক্ষিণের এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও বাড়তি ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে পেতে চাইছে ইস্টবেঙ্গল। যদিও এখনো পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত হয়নি।