জর্ডানের বিকল্প হিসেবে এই তারকার দিকে নজর লাল-হলুদের

Advertisements নয়া সিজনের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ডুরান্ড কাপ ও আইএসএলের মত টুর্নামেন্টের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগের…

East Bengal Tom Aldred

Advertisements

নয়া সিজনের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। ডুরান্ড কাপ ও আইএসএলের মত টুর্নামেন্টের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ারের দিকেও বিশেষ নজর রয়েছে তাদের। সেইমতো অধিক সক্রিয়তা দেখাতে শুরু করেছে ম্যানেজমেন্ট।

   

দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রেও যথেষ্ট ইতিবাচক ভূমিকা রেখেছে লগ্নিকারী সংস্থা। মাদিহ তালাল থেকে শুরু করে পরবর্তীতে দিমিত্রিওস ডায়মান্টাকোসের মতো ফুটবলারদের চূড়ান্ত করেছে এবারের সুপার কাপ জয়ীরা। তাছাড়া ও আরো বেশকিছু দাপুটে ফুটবলারদের দলে আনার পরিকল্পনা রয়েছে তাদের।

পাশাপাশি দলের পুরোনো ফুটবলার জর্ডান এলসেকে ও ফিরিয়ে আনার ভাবনা রয়েছে ম্যানেজমেন্টের। কিন্তু এসিএল চোটের সমস্যা চিন্তায় রাখছে সকলকে। উল্লেখ্য, এবারের ফুটবল সিজনের শুরুতে ডুরান্ড কাপের শেষ লগ্নে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এই বিদেশী ডিফেন্ডারকে। তার অনুপস্থিতি যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল মশাল ব্রিগেডকে‌। মনে করা হচ্ছিল আইএসএলের দ্বিতীয় লেগে হয়তো দলের সঙ্গে যুক্ত হবেন এলসে। কিন্তু সেটাও সম্ভব হয়নি। তাই সব কিছু ভাবনা চিন্তা করে তার তা এখনকার ফিজিক্যাল ফিটনেস দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে ইস্টবেঙ্গল।

না হলে এক ডিফেন্ডারকে দলে আনার কথা ভাবতে পারে লাল-হলুদ। এক্ষেত্রে উঠে আসতে শুরু করেছে টম অলড্রেডের নাম। যতদূর খবর, এই স্কটিশ সেন্টার ব্যাকের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা শুরু করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবারের মরশুমে এ লিগের দল ব্রিসবেন রোয়ারের সঙ্গে যুক্ত ছিলেন এই তারকা। কুড়িটির ও বেশি ম্যাচ খেলেছেন সেই দলের জার্সিতে। যেখানে দলের রক্ষনভাগ সামাল দেওয়ার পাশাপাশি দুইটি গোল কন্ট্রিবিউশন থেকেছে অলড্রেডের। তাকে দলে নেওয়ার জন্য পূর্বে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স আগ্রহ প্রকাশ করলেও এবার আসরে নামল লাল-হলুদ।