উরুগুয়ের মিডফিল্ডার Federico “Fede” Gallego Revetria – কে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করলো ইস্টবেঙ্গল (East Bengal)। বর্তমানে নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেন এই ফুটবলার।
২০১৮-১৯ মরশুমে বোস্টন রিভার্স থেকে লোনে নর্থ ইস্ট ইউনাইটেডে যোগ দেন এই বিদেশি মিডফিল্ডার।গোয়ার বিরুদ্ধে অভিষেক ম্যাচেই গোল করেন তিনি। সেখানে সতীর্থ Bartholomew Ogbeche – র সাথে জুঁটিতে দুর্দান্ত ফুটবল উপহার দেন তিনি।
২০২০ তে নর্থ ইস্টের সাথে আরও একবছরের চুক্তি বাড়ান গ্যালেগো।সেইবার ৪ টি গোল করার পাশাপাশি ৬ টি গোল করিয়েছিলেন তিনি।এমন পারফরম্যান্সের মধ্যে দিয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের এক মরশুমে সর্বাধিক গোল করানোর নজির গড়েছিলেন তিনি।এরপর আরও একবছর তার সাথে চুক্তি বাড়ালেও হাঁটুর চোটের জেরে গোটা মরশুম থেকেই ছিটকে যান।শোনা যাচ্ছে এই ফুটবলার’কে দলে পেতে ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল।
এছাড়া শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি’র Udanta Singh Kumam – কে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল।বেঙ্গালুরু এফসি’র হয়ে আইলিগ,আইএসএল,সুপার কাপ,দুই বার ফেড কাপ জেতার পাশাপাশি ২০১৬ সালে এএফসি কাপে রানার্স আপ হওয়া এই ফুটবলার দেশের হয়ে জিতেছিলেন ২০২১ এর সাফ চ্যাম্পিয়ানশিপ এবং ১৮’তে ইন্টারকন্টিনেন্টাল কাপ।
২০১৪ সাল থেকে বেঙ্গালুরু’তে খেলা এই ফুটবলার ১৩০ টি ম্যাচ খেলেছে ক্লাবের হয়ে, তাতে করেছেন ১৫ টি গোল।ক্লাবের সাথে তার চুক্তি আরও এক বছরের বাকী আছে,এবার তাকে দলে নিতে পারে কিনা ইস্টবেঙ্গল এখন সেটাই দেখার বিষয়।