East Bengal: মশালবাহিনীর আগুনে পুড়ে ছাড়খার নর্থইস্ট ইউনাইটেড

অবশেষে ফের জয়ের সরনীতে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ ঘরের মাঠে অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল লাল-হলুদ…

East Bengal Dominates

short-samachar

অবশেষে ফের জয়ের সরনীতে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ ঘরের মাঠে অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ৫-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল ময়দানের এই প্রধান। হ্যাঁ, একেবারেই ঠিক শুনেছেন। এবার এই বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল।

   

বলতে গেলে আইএসএল খেলতে আসার পর এখনো পর্যন্ত এটিই সব থেকে বড় ব্যবধানে জয় কুয়াদ্রাতের ছেলেদের। আজ দলের জার্সিতে গোল করেন যথাক্রমে বোরহা হেরেরা, ক্লেটন সিলভা ও নন্দকুমার শেখর। দুইটি করে গোল করেন যথাক্রমে ক্লেটন সিলভা ও নন্দকুমার। আজকের এই বড় ব্যবধানে জয়ের ফলে স্বাভাবিকভাবেই খুশি আপামর লাল-হলুদ জনতা।

উল্লেখ্য, গত কয়েক ম্যাচ আগেই খেলতে নেমে চোটের কবলে পড়তে হয়েছিল দলের স্প্যানিশ তারকা তথা মিডফিল্ডার বোরহা হেরেরাকে। যার দরুণ বেশ কয়েক ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। তবে পুরোনো চোট সারিয়ে আজ মাঠে ফিরে ছিলেন তিনি। সবার নজর ও ছিল তার পায়ের দিকে। ম্যাচের ঠিক ১৪ মিনিটের মাথায় গোল করে নিজের জাত চিনিয়ে গেলেন বোরহা হেরেরা।

তারপর দ্বিতীয় গোল ২৪ মিনিটের মাথায়। স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোর ক্রস থেকে সোজা পান মন্দার সেইখান থেকে বল চলে যায় ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার কাছে। সুযোগ বুঝে গোল করতে কোনো ভুল করেননি তিনি। তারপর প্রতিপক্ষ দল গোল শোধের কাছে এসে গেলেও তা কাজে লাগেনি। যারফলে, প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল ফুটবল দল। তারপর দ্বিতীয়ার্ধে ও দেখা যায় সমান দাপট। ম্যাচের ঠিক ৬০ ও ৬২ মিনিটের মাথায় নন্দকুমার শেখর ও ক্লেটন সিলভার গোলে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে নর্থইস্ট ইউনাইটেডের রক্ষনভাগ। তারপর ৮১ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন নন্দকুমার। পরবর্তীতে সেই ফলেই ম্যাচ জয়।