Santosh Trophy: ইস্টবেঙ্গল জেসিনকে না ছাড়ায় হতাশ কেরালা

Jesin

সন্তোষ ট্রফির (Santosh Trophy) জন্যে দলের অন‍্যতম তারকা ফুটবলার টি. কে জেসিন কে ছাড়ছে না ইস্টবেঙ্গল। তাই স্বাভাবিকভাবেই হতাশ কেরালা৷ কেরালা জেসিনকে চাইছিলো তার গতবারের পারফরম্যান্সের জন্যে।

Advertisements

গতবার টুর্নামেন্টের সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে পাঁচ গোল করেছিলেন জেসিন। এবার আইএসএলের ক্লাব ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের সদস্য তিনি‌। শোনা গেছে ইস্টবেঙ্গল তাকে ছাড়তে বিশেষ আগ্রহী না থাকায়, ফের কেরালার জার্সি গায়ে সন্তোষ ট্রফিতে খেলতে দেখা যাবেনা তাকে।

   

জেসিনকে না পেয়ে ভেঙে পড়েছেন কেরালার কোচ পি.বি.রমেশ৷ তিনি বলেছেন, “জেসিনকে পেলে খুবই ভালো হত। কিন্তু অত্যন্ত দূর্ভাগ্যের বিষয় যে ওকে আমরা এবার দলে পেলাম না। জেসিন নিজেও ভীষণ আগ্রহী ছিলো দলে যোগ দেওয়ার জন্য। কিন্তু এবার সেটা সম্ভব হল না।

অবশ্য এক সপ্তাহ আগে স্পষ্ট হয়ে গেছিল জেসিন এবার সন্তোষ খেলবে না। খেলায় গোল করাটাই আসল। আমাদের এখন এই ব‍্যাপারে উন্নতি করতে হবে। আমাদের যা সামর্থ আছে,সেটা নিয়েই লড়বো।”

Advertisements

সন্তোষ ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার প‍র বদলে গেছে জেসিনের জীবন। একাধিক ক্লাবের থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন তিনি। এবার ফের দল থেকে আরো এরকম জেসিন বের হয়ে আসুক, এমনটাই চাইছেন কেরালার কোচ রমেশ।

কেরালার সন্তোষ ট্রফির দল :
Goalkeepers: V. Midhun (Knr), P.A. Ajmal (Mlp), T.V. Alkeshraj (Tsr).
Defenders: M. Manoj, R. Shinu (both Tvm), K. Ameen (Mlp), Beljin Bolster (Tvm), U. Mohammed Salim (Mlp), Sachu Siby (Idk), Akhil J. Chandran (Ekm), J. Jeritto (Tvm).
Midfielders: Hrishidaath (Tsr), M. Rashid (Ksd), Gifty C. Garcious (Wyd), Nijo Gilbert, P. Ajeesh (both Tvm), Rizwan Ali (Ksd), Vishak Mohanan (Ekm), K.K. Abdhu Raheem (Mlp).
Forwards: M. Viknesh (Tvm), B. Naresh (Ekm), J. John Paul (Tvm).
Officials: P.B. Ramesh (head coach, Klm), Bineesh Kiran (asst coach, Knr), K.K. Hameed (goalkeeping coach, Tsr), T.K.M. Mohammed Rafeek (manager, Ksd).