ISL 2024: মিডিয়া ডে ইভেন্টে তিন প্রধান নিয়ে কী বললেন সৌভিক চক্রবর্তী? জানুন

East Bengal Defender Souvik Chakrabarti Names Top 3 Players at ISL 2024 Media Day Event

পূর্ব পরিকল্পনা অনুযায়ী বুধবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) মিডিয়া ডে ইভেন্ট আয়োজিত হয় শহরের বুকে। যেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল প্রত্যেকটি ফুটবল দলের কোচ সহ বেশ কয়েকজন তারকা ফুটবলারদের। সেখানেই আজ অন্তিম পর্যায়ে সাংবাদিক বৈঠক করে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। যেখানে দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল দলের তিন ফুটবলারকে‌। অধিনায়ক ক্লেটন সিলভা সহ ছিলেন সৌভিক চক্রবর্তী এবং নয়া ডিফেন্ডার হেক্টর ইউস্তে।

এই বৈঠক থেকেই দলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট ইতিবাচক থাকতে দেখা যায় সৌভিক চক্রবর্তীকে। পাশাপাশি এই নয়া সিজনে ময়দানের তৃতীয় প্রধানের আগমন নিয়ে ও যথেষ্ট খুশি থাকতে দেখা যায় এই বাঙালি ফুটবলারকে। তিনি বলেন, ” যেহেতু আমি পশ্চিমবঙ্গের ছেলে। সেক্ষেত্রে আমাদের তিনটে দল আইএসএল খেলবে সেটা অনেক গর্বের বিষয়। আশা করি তিনটে দল আইএসএলে প্রাধান্য রেখে খেলবে। ইস্টবেঙ্গল সব থেকে ভালো পারফরম্যান্স করুক সেটা অবশ্যই আমি চাইবো।”

   

এছাড়াও লাল-হলুদের এই ফুটবলার আরও বলেন, ” এটা জুনিয়র ফুটবলারদের জন্য বিরাট পাওনা। যারা একেবারে প্রথম থেকে শুরু করছে তাঁদের অনেক সুযোগ থাকবে। বিশেষ করে বাংলা থেকে অনেক ফুটবলার সুযোগ পাবে। সেটা বাংলার ফুটবলের জন্য অনেক বেশি সাফল্যের হবে‌। আমি খুবই খুশি। যে এখান থেকে তিনটে দল প্রতিনিধিত্ব করছি।” উল্লেখ্য, গত ফুটবল মরসুমে একের পর দলকে টেক্কা দিয়ে আইলিগ জয় করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব।

সেই সুবাদে প্রথমবারের মতো আইএসএল খেলবে রেড রোডের এই ফুটবল ক্লাব। তাঁর জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল ময়দানের এই প্রধান। অপরদিকে ডুরান্ডের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ইমামি ইস্টবেঙ্গলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন