রেলওয়ে এফসিকে হারিয়ে গ্ৰুপের শীর্ষে ইস্টবেঙ্গল

জয়ের ধারা বজায় রাখল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সূচী অনুযায়ী বুধবার নিজেদের ঘরের মাঠে রেলওয়ে এফসির মুখোমুখি হয়েছিল বিনো জর্জের ছেলেরা। ২-০ গোলের ব্যবধানে…

East Bengal Defeats Railway FC

জয়ের ধারা বজায় রাখল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সূচী অনুযায়ী বুধবার নিজেদের ঘরের মাঠে রেলওয়ে এফসির মুখোমুখি হয়েছিল বিনো জর্জের ছেলেরা। ২-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল ময়দানের এই প্রধান। লাল-হলুদ জার্সিতে গোল করেন মহম্মদ মুশারফ এবং আদিল আমাল। এই জয়ের সুবাদে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) গ্ৰুপ পর্বের শীর্ষস্থানে উঠে আসলো ইস্টবেঙ্গল ফুটবল দল।

বর্তমানে ৬ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। যদিও ম্যাচের শুরুটা খুব একটা ইতিবাচক ছিলনা মশাল ব্রিগেডের। তবে সময়ের সাথে সাথে ম্যাচে প্রভাব বিস্তার করতে থাকে আদিল আমালরা। কিন্তু গোলের মুখ খুলতে যথেষ্ট বেগ পেতে হয় লাল-হলুদের ছোটদের। তবুও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন মুশারফ। হাফ টাইমে সেই একটি গোলের ব্যবধানেই এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

   

ম্যাচের দ্বিতীয়ার্ধে একাধিকবার গোল শোধ করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি‌ রেলওয়ে দলের ফুটবলাররা। সময় এগোনোর সাথে সাথেই আক্রমণ প্রতিআক্রমণে জমজমাট হয়ে উঠতে থাকে এই ম্যাচ। পরবর্তীতে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় লাল-হলুদের হয়ে ব্যবধান বাড়ান আদিল। তারপর আর ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি প্রতিপক্ষ দলের।

গত পুলিশ এফসি ম্যাচের পর এবার ও আসলো জয়। উল্লেখ্য, চোট সমস্যার জন্য এদিন পিভি বিষ্ণু এবং সায়ন ব্যানার্জির মতো ফুটবলারদের পায়নি ইস্টবেঙ্গল। তবে আমন সিকের অনবদ্য পারফরম্যান্সে সহজেই তিন পয়েন্ট সংগ্ৰহ করে নেয় মশাল ব্রিগেড।