East Bengal: ফের ধাক্কা! এবার যুবভারতীতে নাস্তানাবুদ ইস্টবেঙ্গল

লড়াই করে ও শেষ রক্ষা হল না এবার। ঘরের মাঠে এবার ফের পরাজিত ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের…

East Bengal Defeated Chennaiyin FC

লড়াই করে ও শেষ রক্ষা হল না এবার। ঘরের মাঠে এবার ফের পরাজিত ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় দক্ষিণের এই ফুটবল ক্লাব। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে জর্ডান উইলমার গিল এবং ড্যানিয়েল চিমা চুকু। পাশাপাশি একটি আত্মঘাতী গোল করে বসেন নিশু কুমার।

এই জয়ের সুবাদে ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে উঠে আসলো চেন্নাইয়িন এফসি‌। বলাবাহুল্য, এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা গিয়েছিল অস্কার ব্রুজনের ছেলেদের। কিন্তু হিজাজি মাহের থেকে শুরু করে ক্লেটন সিলভার মতো ফুটবলারদের অনুপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সে। তবুও নিজেদের সেরাটা দিতে মরিয়া ছিল পিভি বিষ্ণু থেকে শুরু করে দিমিত্রিওস ডায়মান্তাকসরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং ম্যাচ শেষে মিলেছে শুধুই হতাশা।

   

নিশু কুমারের আত্মঘাতী গোলের পর থেকেই অনবদ্য ছন্দে ধরা দেয় চেন্নাইয়িন এফসি‌। মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে বারংবার লাল-হলুদ রক্ষণে হানা দিতে শুরু করে চেন্নাইয়িন ফুটবলাররা। বেশ কিছুক্ষণ তা আটকানো সম্ভব হলেও সেটা স্থায়ী হয়নি। দ্বিতীয় কোয়াটারের মধ্যেই দ্বিতীয় গোল তুলে নেয় দক্ষিণের এই ফুটবল ক্লাব। এবার গোল করে যান জর্ডান উইলমার গিল। প্রথমার্ধের শেষে এই দুইটি গোলেই এগিয়েছিল চেন্নাইয়িন এফসি‌। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল।

সেইমতো আক্রমণ ও বেশ কয়েকবার শানিয়ে ছিল অস্কার ব্রুজনের ছেলেরা। তবে এদিনও ব্যর্থ হলেন দিমিত্রিওস ডায়মান্তাকস। গতবছর গোল করা অভ্যাসে পরিনত হলেও এবার যেন একেবারেই অফকালার এই ফুটবলার। পাশাপাশি রিচার্ড সেলিস বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও তা ফিনিশ করা সম্ভব হয়নি কারোর পক্ষেই।যারফলে খালি হাতেই যুবভারতী ছাড়তে হল গোটা দলকে।