চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়নদের সামনে থমকে গেল ইস্টবেঙ্গলের বিজয় রথ!

east-bengal-defeat-against-yuhan-jiangda-in-afc-womens-champions-league

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত শুরুর পর, ইস্টবেঙ্গল (East Bengal) মেয়েদের ছন্দ খানিকটা ভেঙে গেল চীনের চ্যাম্পিয়ন ইউহান জিয়াংদার বিরুদ্ধে। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ গোলে হার মানল লাল-হলুদ শিবির। শুরু থেকেই প্রবল চাপে পড়ে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল আর শেষ পর্যন্ত অভিজ্ঞতার পরীক্ষায় উত্তীর্ণ হল গতবারের চ্যাম্পিয়নরাই।

দ্রুত দুই গোলেই ম্যাচের মোড় বদল

খেলা শুরু হতেই ইউহান জিয়াংদা তাদের শক্তির পরিচয় দেয়। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে আক্রমণাত্মক ফুটবলের দাপট বজায় রেখে ৭ মিনিটেই এগিয়ে যায় চিনা চ্যাম্পিয়নরা। ওয়াং শুয়াংয়ের নির্ভুল ফিনিশিংয়ে প্রথম গোল হজম করে ইস্টবেঙ্গল।
এর ঠিক ৮ মিনিট পরই পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে দেন সেই ওয়াং শুয়াং। দ্রুত দুই গোলের ধাক্কায় ছন্দ হারিয়ে ফেলে লাল-হলুদরা। মাঝমাঠ দখলে রাখতে ব্যর্থ হওয়ায় প্রথমার্ধে প্রায় একচেটিয়া দাপট দেখায় জিয়াংদা; বল দখলে ৬৬ শতাংশ নিয়ন্ত্রণও তাদেরই।

   

ইস্টবেঙ্গলের লড়াই, কিন্তু গোল নেই

প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে উঠতে শুরু করলেও গোলের মুখ খুঁজে পায়নি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে জিয়াংদা আরও কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করলেও গোলকিপার এলাংবাম পান্থই ও রক্ষণভাগের তৎপরতায় বড় বিপদ এড়ায় অতিথি শিবির।
বিশেষ করে ৬৬ মিনিটে লাল-হলুদ ডিফেন্ডারের গোললাইন সেভ ম্যাচে বাঁচিয়ে রাখে দলকে। তবুও আক্রমণভাগে ফিনিশিংয়ের ঘাটতি কাটিয়ে ওঠা যায়নি। শেষ পর্যন্ত আর ফিরতে পারেনি ইস্টবেঙ্গল।

এখনো বাঁচা আশার প্রদীপ

প্রথম ম্যাচে ইরানের বাম খাতুন এফসির বিরুদ্ধে দুর্দান্ত জয় লাল-হলুদদের নকআউট পর্যায়ের স্বপ্ন দেখিয়েছিল। যদিও এই হার সেই সমীকরণকে কঠিন করে দিল, তবুও গ্রুপের অপর ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে ইস্টবেঙ্গলের ভাগ্য। চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও গোলের অভাবেই থেমে গেল ইস্টবেঙ্গল মেয়েদের অগ্রযাত্রা। তবে গ্রুপ পর্ব শেষ না হওয়া পর্যন্ত জ্বলে রয়েছে পরের পর্বে যাওয়ার সম্ভাবনার আলো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন