রাওলিন বর্জেসের সঙ্গে ইস্টবেঙ্গল চুক্তি পাকা হয়ে গেল

East Bengal , deal ,Rawlin Borges, matured

রাওলিন বর্জেসের (Rowllin Borges) ইস্টবেঙ্গল এফসিতে (East Bengal) খেলা নিয়ে সমস্ত জল্পনায় দাড়ি পরে গেল।সূত্রে খবর,গোয়ানিজ এই ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি পাকা হয়ে গিয়েছে।

জানা গিয়েছে,মঙ্গলবার ইস্টবেঙ্গল এফসির সঙ্গে বছর ৩০ এর রাওলিনের চুক্তি পাকা হয়েছে।যদিও ইস্টবেঙ্গল এফসি আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে এখনও কিছু জানায় নি।

   

প্রসঙ্গত,২০১৭ সালে লোনে ইস্টবেঙ্গল জার্সি গায়ে ১২ ম্যাচ খেলা মিডফ্লিডার রাওলিন বর্জেসের (Rowllin Borges) ইস্টবেঙ্গল এফসিতে যোগদান ঘিরে বেশ কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল। সূত্রে খবর,টিম ম্যানেজমেন্টের গুডবুকে থাকা গোয়ানিজ এই ফুটবলারের লাল হলুদ জার্সি চাপানোর সম্ভাবনা ছিল প্রবল। আর শেষমেশ হলও তাইই,লাল হলুদ জার্সি গায়ে অনেক লড়াইর পোড় খাওয়া ফুটবলার রাওলিন বর্জেসের ইস্টবেঙ্গল এফসি যোগদান করায় টিম মাইন্ড গেমে অনেকটাই এগিয়ে গেল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন