আইএসএলের এ মরশুমের শুরুটা মোটেই ভালো হয়নি তাঁদের। পরপর তিন ম্যাচ হেরে এই মুহূর্তে লীগ টেবিলের তলানিতে রয়েছে লাল-হলুদ কর্তৃপক্ষ। দুটি অ্যাওয়ে ম্যাচে হারার পর বিগত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঘরের মাঠেও লজ্জার পরাজয় ঘটেছে ইস্টবেঙ্গল শিবিরের। এছাড়াও বেশ কিছুদিন আগে দলের প্রধান কোচ কার্লোস কুয়াদ্রাত সরে গেছেন দল থেকে। সব মিলিয়ে দুর্গাপূজার মরশুমে বেশ চাপেই রয়েছে লাল-হলুদ কর্তৃপক্ষ।
তাই এই মুহূর্তে ‘অভিভাবকহীন’ ঝিমিয়ে পড়া সমর্থকদের মুখে হাসি ফোটাতে এই সপ্তাহের মধ্যেই নতুন কোচ (East Bengal new coach) আনার সিদ্ধান্ত নিয়েছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। তবে নতুন কোন মুখ নয়, প্রাক্তনীদের ওপরই আস্থা রাখছেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। শোনা যাচ্ছে প্রাক্তন মুম্বাই কোচ অস্কার ব্রুজো (Óscar Bruzón) এবং বেঙ্গালুরুর টেকনিক্যাল ম্যানেজার আলবার্ট রোকার সাথে অনেকদূর কথা এগিয়ে গেছে ক্লাব কর্তৃপক্ষের। যদিও অস্কার ব্রুজোকেই দলে আনার সম্ভাবনা প্রবল বলেই শোনা যাচ্ছে লাল-হলুদ শিবিরের তরফ থেকে।
গতবছর দলকে কালিঙ্গা সুপার কাপ জিতিয়েছিলেন কুয়াদ্রাত। অনেক দিন পর দলকে বড় কোন ট্রফি জেতানোয় সমর্থকদের কাছে একপ্রকার ‘ভগবান’ হিসেবেই পরিচিতি লাভ করেন এই স্প্যানিশ ফুটবল ম্যানেজার। এছাড়াও বিগত মরশুমে আইএসএলের শুরুর দিকে পরাস্ত হলেও শেষ কিছু ম্যাচে প্রায় একার কাঁধেই ইস্টবেঙ্গলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তুলে দেন ‘প্রফেসর’ কুয়াদ্রাত। তাই আসন্ন ডার্বির আগে তাঁকে হারিয়ে একটু হলেও বিভ্রান্ত লাল-হলুদ শিবির। অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে বিনো জর্জ এলেও এই মুহূর্তে তাঁকেই প্রধান আস্থা করতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। তাই কার্লোসের মতই ‘অভিজ্ঞ’ মুখ খুঁজছেন দেবব্রত সরকার। সেকারণেই বাংলাদেশের বসুন্ধরা কিংসের বর্তমান কোচ অস্কার ব্রুজোকেই দলে টানতে চান ক্লাব কর্তারা। প্রায় বছর ছয়েক বাংলাদেশি দলকে কোচিং করানো এই ম্যানেজার একসময় বলিউড তারকা রণবীর কাপুরের দল মুম্বাই সিটি এফসিকেও কোচিং করিয়েছেন। এছাড়াও ভারতের বাইরে মালডিভস্ এফএ কাপ জেতারও অভিজ্ঞতা রয়েছে স্প্যানিশ এই ম্যানেজারের।
UPDATE: The Emami East Bengal management can finalize the name of the new head coach by this week. BFC technical consultant Albert Roca is fighting with former MCFC asst. coach Oscar Bruzon.#JoyEastBengal #EastBengalFC
– @BartamanNews pic.twitter.com/pk98KOJn16— Bishal Nag (@NagBishal36297) October 3, 2024
বেশ কিছুদিন আগেই প্রাক্তন বাগান কোচ হাবাসকে ইস্টবেঙ্গল দলে নেওয়ার গুঞ্জন শুরু হয়েছিল কলকাতা ফুটবলমহলে। এছাড়াও বর্তমান বেঙ্গালুরু টেকনিক্যাল ম্যানেজার আলবার্ট রোকাকেও(Albert Roca) দলের নেওয়ার ব্যাপারে আগ্রহী হন ক্লাব কর্মকর্তারা। কিন্তু গুজব রটলেও সেটা এখনও অবধি বাস্তবায়িত করেনি লাল-হলুদ শিবির। তবে সেরার তকমা ছিনিয়ে নিতে প্রতক্ষ্য বা পরোক্ষভাবে প্রতিপক্ষের দ্বারস্থ হতে যে একেবারেই রাজি নয় মশালবাহিনী; সেকথা গতকাল দলের অনুশীলন পরিদর্শন করতে এসে একপ্রকার নিশ্চিত করেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাই এই মুহূর্তে অস্কার ব্রুজোই কেল্টন-নন্দ-দেবজিতদের হেডস্যার হওয়ার জন্য ক্লাবের প্রথম পছন্দ।
ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতেই বোর্ডের চুক্তি থেকে সরে দাঁড়ালেন এই ক্রিকেটার
প্রসঙ্গত উল্লেখ্য যে বেশকিছুদিন আগে মগরায় মেরিনার্স দের এক বিশেষ অনুষ্ঠানে এসে কোচ এবং আলোয়ার আলি বিতর্কে মশালবাহিনীকে কড়া আক্রমণ শানান সবুজ-মেরুন সেক্রেটারি দেবাশীষ দত্ত। এছাড়াও বর্তমান আইএসএলে প্রতিপক্ষের পারফরম্যান্স নিয়ে ‘হাস্যরস’ পরিবেশন করতে দেখা যায় তাঁকে। যদিও মোহনবাগানের পারফরম্যান্সও খুব একটা আশানুরূপ নয়। তাই আসন্ন ডার্বির আগে নতুন কোচ (East Bengal new coach) কত তাড়াতাড়ি নির্বাচন করতে পারে লাল-হলুদ শিবির; এই মুহূর্তে সেটা দেখতেই মুখিয়ে রয়েছেন সমর্থক বৃন্দ।