East Bengal : তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল চূড়ান্ত তারকা উইঙ্গার

East Bengal Club

দলবদলের বাজারে ফের আলোচনায় ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসির প্রতিশ্রুতিবান ফুটবলার মোবাশির রহমানকে নিশ্চিত করেছে ক্লাব। তিন বছরের জন্য তাঁকে সই করানো হচ্ছে। আপাতত তিনি প্রি কনট্র্যাক্ট এ সম্মতি প্রদান করেছেন।

Advertisements

বছর চব্বিশের মোবাশির উইং ছাড়াও মাঝমাঠে খেলতে অভ্যস্ত। এক কথায় তিনি ইউটিলিটি ফুটবলার। ইতিমধ্যে মাঝমাঠে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে নিশ্চিত করেছে ফেলেছে লাল হলুদ শিবির। এবার সেই তালিকায় যুক্ত হলেন রহমান।

রহমান টাটা অ্যাকাডেমির ছাত্র। জামশেদপুর এফসির হয়েছে খেলেছেন বহু ম্যাচ। শিল্ড জয়ী দলের অন্যতম সদস্য তিনি। এ বছর শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগে খেলেছিলেন তেরোটি ম্যাচ।

Advertisements

মোবাশির ছাড়াও বিশাল কাইথের নাম শোনা যাচ্ছে সম্ভাবনার তালিকায়। ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে গুঞ্জন, উদীয়মান এই গোলরক্ষককে দলে নিতে আগ্রহী তাদের প্রিয় ক্লাব। বদলে অন্য ক্লাব পাঠানো হতে পারে অরিন্দম ভট্টাচার্যকে।