
ইস্টবেঙ্গলেই (East Bengal) যোগ দিচ্ছেন ইভান গঞ্জালেজ (Ivan Gonzalez)। বৃহষ্পতিবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই খবর। প্রাক চুক্তিতে সই করেছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় ময়দানে কান পাতলে শোনা যাচ্ছিল, ইন্ডিয়ান সুপার লিগের একজন দুর্দান্ত বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করে ফেলেছে ক্লাব। কিন্তু কোন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করা হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যাচ্ছিল না। মধ্যরাতের জানা গিয়েছিল এফসি গোয়ার ইভান গঞ্জালেজ লাল হলুদ জার্সি পরার জন্য তৈরি।
স্পোর্টিং রাইট ফিরে পাওয়ার আগে থেকেই দল গঠনের কাজে নেমে পড়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। নতুন মরশুম শুরু হওয়ার আগে চূড়ান্ত হয়েছেন একাধিক ভারতীয় ফুটবলার।
যার মধ্যে বঙ্গ তনয়ের সংখ্যাই আপাতত বেশি। তবে এই প্রথম ইস্টবেঙ্গল কোনো বিদেশি ফুটবলারকে নিশ্চিত করতে সফল হয়েছে বলে জানা যাচ্ছে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










