দলবদলের বাজারে আলোড়ন। হীরা মন্ডলের ভাইকে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব নিশ্চিত করেছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে আরও এক ফুটবলারও চূড়ান্ত বলে মনে করা হচ্ছে।
হীরা মন্ডলের ভাই নিরঞ্জন মন্ডল আগামী মরশুমে লাল হলুদ জার্সি পরে খেলবেন বলে জানা যাচ্ছে। নিরঞ্জন মূলত সাইডব্যক পজিশনে খেলেন।
নিরঞ্জন ছাড়াও বুধবার নিশ্চিত করা হয়েছে এক স্ট্রাইকারকে। সূত্রের খবর আফতাব আলম ইস্টবেঙ্গলে খেলার ব্যাপারে সম্মত হয়েছে । এছাড়াও আগামী দিনে আরও দুই ফুটবলারকে দলে নেওয়ার কথা প্রকাশ্যে আসবে বলে জানা যাচ্ছে।
ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা আপাতত ফোকাস করেছেন ঘরোয়া ফুটবলার নিশ্চিত করার ব্যাপারে। তাঁদের মধ্যে থেকেই আগামী দিনের চূড়ান্ত স্কোয়াড বা দল গঠন করা হবে বলে অনুমান। সোমবার কর্তারা যেতে পারেন বাংলাদেশে। কথা হতে পারে বসুন্ধরা গ্রুপের সঙ্গে।