East Bengal: আরও এক দুর্দান্ত প্রতিভাকে নিশ্চিত করতে চলেছে ইস্টবেঙ্গল!

জল্পনা আগেই ছিল। সেই মতো কাজ অনেকটাই এগিয়েছে বলে মনে করা হচ্ছে। কলকাতা লিগে খেলা প্রতিশ্রুতিবান ফুটবলার শুভম মান্ডিকে দলের নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল (East Bengal)…

East Bengal supporters

জল্পনা আগেই ছিল। সেই মতো কাজ অনেকটাই এগিয়েছে বলে মনে করা হচ্ছে। কলকাতা লিগে খেলা প্রতিশ্রুতিবান ফুটবলার শুভম মান্ডিকে দলের নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব অনেকটাই এগিয়েছে বলেই খবর। 

সূত্রের খবর, ঘরোয়া লিগে খেলা শুভম মান্ডিকে প্রায় নিশ্চিত করেছে ফেলেছেন লাল হলুদ কর্তারা। যদিও চূড়ান্ত চুক্তি এখনই সম্ভব নয়। কারণ স্পোর্টিং রাইট রয়েছে শ্রী সিমেন্টের কাছে। শ্রী সিমেন্ট বিদায় এবং অধিকার না ফিরে পাওয়ায় অব্দি ইস্টবেঙ্গল ক্লাব সরকারিভাবে এখনই কোনো ফুটবলারকে পাকাপাকিভাবে দলে নিতে পারবে না।

   

East Bengal

বলা যাবে শুভম আগামী মরশুমে লাল হলুদ জার্সি পরে খেলবেন সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত কলকাতা ময়দান। কর্তারা তরুণ এই ফুটবলারের সম্মতি আদায় করতে সক্ষম হয়েছেন বলে মনে করা হচ্ছে। শুভম রেলওয়ে এফসির স্টপার। তাঁর সঙ্গে দুই বছরের চুক্তি করা হতে পারে বলে অনুমান।