আমরা তো খেলবোই, মহামেডানও ISL খেলবে: নীতু সরকার

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) এবং বিনিয়োগকারী, দুই বিষয়েই আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী দিন ১০-১৫’র মধ্যে ইনভেস্টর সংক্রান্ত ঘোষণা করা হতে পারে বলে বুধবার আভাস…

আমরা তো খেলবোই, মহামেডানও ISL খেলবে: নীতু সরকার

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) এবং বিনিয়োগকারী, দুই বিষয়েই আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী দিন ১০-১৫’র মধ্যে ইনভেস্টর সংক্রান্ত ঘোষণা করা হতে পারে বলে বুধবার আভাস দিয়েছেন লাল হলুদ কর্তা।

সাংবাদিক সম্মেলনে দেবব্রত সরকার জানিয়েছেন, ‘ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগে খেলবে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। উনি নতুন বিনিয়োগকারীর সঙ্গে কথা বলেছেন। আমরা সেই মতো এগোচ্ছি।’

এরই মাঝে দেবব্রত সরকার বলেছেন, আগামী দিনে মহামেডান স্পোর্টিং ক্লাবও খেলবে আইএসএল-এ।

Advertisements

ইস্টবেঙ্গল যেমন বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে কথা চালাচ্ছে, তেমনই মহামেডানও স্থাপন করেছেন বাংলাদেশ যোগ। ওপর বাংলার মহামেডানের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপারে ইঙ্গিত দিয়ে রেখেছে সাদা কালো শিবির। এছাড়াও কলকাতার অন্যতম প্রধান ক্লাবের পক্ষ থেকে আগে একাধিবার জানানো হয়েছে যে তারা আইএসএলকে পাখির চোখ করে এগোচ্ছে। এবং আগামী দিনে ইউরোপের বড় কোনো দলের সঙ্গে জুড়তে পারে ক্লাব।