Durga Puja: চতুর্থীর রাতেই পুজো দেখতে কলকাতার রাজপথে East Bengal স্কোয়াড

বৃ্হস্পতিবার ইমামি ইস্টবেঙ্গল এফসি (East Bengal) টুইট পোস্টে জানিয়েছে তাদের নতুন প্রিন্সিপাল স্পনসর 1XBAT sporting lines। এই টুইট ভাইরাল হতেই বিতর্ক দানা পাকিয়েছে। কারণ এটি…

esat bengal durga+puja

বৃ্হস্পতিবার ইমামি ইস্টবেঙ্গল এফসি (East Bengal) টুইট পোস্টে জানিয়েছে তাদের নতুন প্রিন্সিপাল স্পনসর 1XBAT sporting lines। এই টুইট ভাইরাল হতেই বিতর্ক দানা পাকিয়েছে।

কারণ এটি একটি অনলাইন জুয়া(বেটিং এবং গ্যামলিং ওয়েবসাইট) পরিচালন প্রতিষ্ঠান। আর এদিনেই ২০২২-২৩ ফুটবল মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ(ISL) টাইটেলশিপের জন্য লাল হলুদ জার্সির ‘ফাস্ট লুক’ সামনে এসেছে।

স্পনসর বিতর্ক আর জার্সি উন্মোচন এই দুই’র মাঝে রাজডাঙা নব উদয় সংঘের প্রতিমা দর্শনে দেখা গেল ইমামি ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের এন্ড হিজ কোম্পানিকে। সেশনের নতুন জার্সি পড়ে দেবী দুর্গার মূর্তি দর্শনের ছবি মুহুর্তে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতে।

Advertisements

ইতিমধ্যেই ২০২২-২৩ ISL মরসুমের ক্রীড়াসূচি সামনে এসেছে। ৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) টুর্নামেন্ট। গত ISL টুর্নামেন্টে ভরাডুবি আর চলতি ডুরান্ড কাপ থেকে ছিটকে যাওয়া সমস্ত ব্যর্থতা ভুলে গিয়ে নতুন উদ্যমে ক্লেইটন সিলভা,সেম্বোয় হাওকিপ, নাওরেম মহেশ, নবিরা ‘লাস্ট বয়ে’র তকমা লাল হলুদ জার্সি থেকে ঝেড়ে ফেলার লক্ষ্য নিয়ে প্র‍্যাকট্রিস সেশনে ঘাম ঝড়িয়ে চলেছে।