Kolkata Derby: ডার্বির চিন্তা মাথায় নেই লাল-হলুদ কোচের

Kolkata Derby

আর হাতে গোনা কয়েক দিন। আর তারপর ১৩১ তম ডুরান্ড কাপের আসরে মেগাডার্বিতে (Kolkata Derby) সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। ইতিমধ্যে সেই ম‍্যাচের টিকিট কে কেন্দ্র করে একপ্রকার হাহাকার তৈরি হয়েছে। অনলাইন টিকিট আসার সাথে সাথে শেষ হয়েছিল,অফলাইন টিকিটের’ও বেহাল দশা।

ডার্বি নিয়ে যতই উত্তেজনা হোক, বর্তমানে ডুরান্ডের আসরে কলকাতার দুই প্রধানের পারফরম্যান্স খুব একটা ইতিবাচক নয়। ইস্টবেঙ্গল গোল শূন্য ড্র করেছে ভারতীয় নৌসেনার দলের সাথে৷ এটিকে মোহনবাগান অবাক করা হার হেরেছে আইলিগের আনকোরা ক্লাব রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে, এরপর বুধবার তারা ড্র করেছে মুম্বই সিটির সাথে।

   

বৃহস্পতিবার প্রথম ম‍্যাচে এটিকে মোহনবাগানকে হারানো রাজস্থান ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। ডার্বির আগে দল কতোটা প্রস্তুত, সেটা দেখে নিতে লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইনের কাছে এটাই শেষ সুযোগ। তবে, ডার্বি নিয়ে এখনই বিশেষ চিন্তিত নন তিনি।কারণ ডার্বি জিতলে পাওয়া যাবে সেই তিন পয়েন্ট, তাই তার আগে তার যাবতীয় ফোকাস এখন রাজস্থান ম‍্যাচ’কে কেন্দ্র করে ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন