রোববার যুবভারতীতে ডুরান্ড কাপের আসরে ডার্বি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। ইতিমধ্যে সেই ম্যাচ কেন্দ্র করে সমর্থক’দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও লাল-হলুদ (East Bengal ) কোচ চাপ নিচ্ছেন না ডার্বি নিয়ে । বরং তার কাছে অধিক গুরুত্ব পাচ্ছে দল গঠন।
চলতি ডুরান্ড কাপে টানা দুই ম্যাচ ড্র করার পর কনস্টানটাইন জানিয়েছেন তার দল এখনও তৈরী নয় পুরোপুরি , অবশ্য এর জন্য পর্যাপ্ত প্রাক মরসুম শিবির না হওয়া কেই দায়ী করেছেন তিনি ।
ইস্টবেঙ্গলের দুই ম্যাচে খেলা দেখে একটা বিষয় স্পষ্ট হয়েছে। লাল হলুদের স্কোয়াডে প্রতি বিভাগেই বিকল্প ফুটবলারের প্রয়োজন আছে, হয়তো কোচ স্টিফেন’ও এমনটাই মনে করেছেন হয়তো, তাই ক্লাব অফিসিয়াল’দের জানিয়েছেন বিভিন্ন বিভাগের বেশ কিছু উন্নত মানের দেশি ফুপটবলারদের প্রয়োজন আছে, আপতত ক্লাব কর্মকর্তারা খোঁজ চালু করেছে।