এবারের মরশুম শুরুর আগে বেঙ্গালুরু এফসিতে যোগদান করেছিলেন বাংলার হীরা মন্ডল (Hira Mandal)। কিন্তু নিয়মিত প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি। তাই চলতি মরশুম চলার মাঝেই বেঙ্গালুরু এফসি ছেড়েছিলেন হীরা মন্ডল।
হীরা মন্ডল বেঙ্গালুরু এফসি ছাড়ার পর থেকেই ফুটবল মহলে জোর জল্পনা তৈরী হয়েছিল তিনি ফের ইস্টবেঙ্গলে যোগ দেবেন। হীরা মন্ডলের ইস্টবেঙ্গলে যোগদান করার ব্যাপারে একাধিক খবর এসেছিলো প্রকাশ্যে। এমনকি শোনা যাচ্ছিলো তার এজেন্ট ইস্টবেঙ্গলের সাথে কথা বলেছিলা এব্যাপারে, তার লক্ষ্য ছিল জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে হীরা মন্ডলকে যাতে ইস্টবেঙ্গল যাতে দলে নেয় ,সেটা নিশ্চিত করা।
কিন্তু এইমুহুর্তে যা খবর, সেই অনুযায়ী ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন নিজেই হীরা মন্ডলকে চান না ইস্টবেঙ্গল দলে। তিনি জেরি রালিজুয়ালার পারফরম্যান্সে খুবই খুশি। তাই আপাতত জেরির উপর ভরসা রাখছেন লাল হলুদ কোচ।
ইস্ট বেঙ্গল সূত্রের খবর, হীরা মন্ডল কে নিতে চাইছেন না স্টিফেন। তিনি দরকার নেই জানিয়ে দিয়েছেন।
হীরার এজেন্ট এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড ও চেন্নাইন এফসির সঙ্গে কথা বলছেন। এই দুই দলের মধ্যেই কোনো একটি দলকে বেছে নেওয়ার সম্ভবনা রয়েছে।#EBFC #CFC #NEUFC
সূত্র – এক্সট্রা টাইম pic.twitter.com/3S8Vx7Lc5P— 𝗧𝗢𝗥𝗖𝗛 𝗕𝗘𝗔𝗥𝗘𝗥𝗦 (@TORCH__BEARERS) December 21, 2022
এই মুহূর্তে জেরির ব্যাক আপ হিসেবে ইস্টবেঙ্গল দলে রয়েছে প্রীতম কুমার সিং।তাই হীরাকে ব্যাক আপ হিসেবে চাইছেন না ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন।তাই এই মুহূর্তে লাল হলুদে ফেরার সম্ভাবনা নেই হীরা মন্ডলের।
কিন্তু এইমুহুর্তে সবচেয়ে বড়ো প্রশ্ন এরপর হীরা মন্ডলের গন্তব্য হতে চলেছে কোন ক্লাব ? সূত্রের খবর অনুযায়ী আইলিগের কোনও ক্লাব নয়,বরং আইএসএলের কোনও ক্লাবে খেলবে হীরা মন্ডল।ইতিমধ্যে কয়েকটি আইএসএলের ক্লাবের সাথে কথা হয়েছে হীরা মন্ডলের এজেন্টের।এবং তাকে সই করানোর দৌড়ে এগিয়ে আছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং চেন্নাইয়ান এফসি।হীরার পরবর্তী গন্তব্য এখন কোন ক্লাব হতে চলেছে এখন সেটাই দেখার বিষয়।
