ডুরান্ডে কোয়ার্টার ফাইনাল ওঠার লড়াইয়ে কাঁটা নামধারী? ব্যাখ্যা দিলেন অস্কার

ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে (South United Fc) ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের বশবর্তী ইস্টবেঙ্গল (East Bengal)। বুধবার নামধারী এফসির (Namdhari FC)…

East Bengal coach Oscar Bruzon looking Namdhari FC match in Durand Cup as Final for Qualify to next round

ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে (South United Fc) ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের বশবর্তী ইস্টবেঙ্গল (East Bengal)। বুধবার নামধারী এফসির (Namdhari FC) বিরুদ্ধে নামছে তাদের দ্বিতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে। ময়দানের লড়াইয়ের ঠিক আগের দিনই ম্যাচের গুরত্ব সম্পর্কে স্পষ্ট করে দিলেন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। তিনি জানান, এই ম্যাচটাই নির্ধারণ করে দেবে গ্রুপ থেকে কে যাবে পরের পর্বে। আর তাই একপ্রকার ‘ফাইনালের’ চোখেই দেখছেন এই ম্যাচটিকে লাল-হলুদ শিবির।

এই ম্যাচে নামধারী এফসি থাকবে কিছুটা এগিয়ে মানসিক দিক থেকে। কারণ তারা ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ৬ পয়েন্ট তুলে ফেলেছে। ফলে এদিনের ম্যাচে এক ড্র-ও যথেষ্ট হতে পারে তাদের জন্য। অন্যদিকে, ইস্টবেঙ্গলের গ্রুপ পর্বে এটি দ্বিতীয় ম্যাচ। তাই জিততেই হবে অস্কারদের।

   

তবে মঙ্গলবার ম্যাচের আগের অনুশীলনে এক চমকই দেখা গেল। ২ ম্যাচে ৬ গোল করা নামধারীর আক্রমণভাগকে সামলাতে তাই বাড়তি সতর্কতা নিচ্ছেন স্প্যানিশ কোচ। তাঁর কথায়, “আমাদের অবশ্যই ম্যাচ ধরে ধরে এগোতে হবে। এটা ঠিক যে নামধারী দুটি ম্যাচ জিতে ফেলেছে। তাই আমাদের জন্য কালকের জয়টা খুব জরুরি। কারণ ডুরান্ডে হেড-টু-হেড পয়েন্ট কাউন্ট করে। কাল আমরা জিতলে সোজাসুজি কোয়ালিফাই করে যাব।”

এই ম্যাচের একাদশে কি চার বিদেশিকেই মাঠে নামানো হবে? জবাবে অস্কার বলেন, “বিষ্ণু এখনও ফিজিও-র সঙ্গে কাজ করছে। আশা করি তিন-চার দিনের মধ্যে সে ফিরবে। বাকিরা পুরো ফিট। তবে এখনো প্রাক-মরসুম চলছে। তাই আমরা রোটেশন চালিয়ে সবাইকে সময় দিচ্ছি। ৯০ মিনিটের পুরো চাপ নেওয়ার মতো ফিটনেস অনেকের এখনও তৈরি হয়নি।”

অন্যদিকে, নামধারী দল সম্পর্কে সতর্ক অস্কার। যদিও আত্মবিশ্বাসের অভাব নেই তাঁর বক্তব্যে। তিনি বলেন, “আমি আমার অবস্থানে থাকতে পছন্দ করি। গত মরসুমে নামধারী আইলিগের প্রথম ডিভিশনে ভালো খেলেছিল। তবে শেষ কয়েকটি ম্যাচে তাদের পারফরম্যান্স একটু পড়েছিল। ওদেরও বিদেশি আছে, তারা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবে যে প্রথম ও দ্বিতীয় ডিভিশনের মধ্যে ততটা ফারাক নেই। তবে আমরা প্রস্তুত।”

Advertisements

সোশ্যাল মিডিয়ায়, সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় ম্যাচ। কীভাবে তৈরি হয়েছে দল? অস্কারের কথায়, “না, আমি ‘রিল্যাক্স’ এই শব্দটা বিশ্বাস করি না। আমরা চাপ বা রিল্যাক্স এই শব্দগুলো নিয়ে ভাবি না। প্রথম ম্যাচের তুলনায় আমাদের ফিটনেস এখন অনেক ভালো। অনুশীলনে আমি সন্তুষ্ট। দল এবার অনেক কিছু বলার মতো অবস্থায় রয়েছে, তবে একেবারে ম্যাচ ধরে ধরে এগোতে হবে। কারণ ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রত্যাশা আর বাস্তবতা অনেক সময়ই এক না।”

চোট সংক্রান্ত প্রশ্নে বড় বার্তা দিয়েছেন ব্রুজো। সৌভিক দলগত অনুশীলনে ফিরলেও পুরো ম্যাচে নামার মতো ফিট নয়। সেই প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ বলেন, “সৌভিক মাত্র তিন দিন আগে অনুশীলনে ফিরেছে। তাই তাকে সম্পূর্ণ ব্যবহার করব না। খেলাতে হলে সীমিত সময়েই নামানো হবে। আমাদের স্কোয়াডের গভীরতা আছে, তাই পরিবর্তরাও বড় ভূমিকা নিতে পারে।”

তবে এদিনের ম্যাচে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল – ইস্টবেঙ্গলের পুরো শক্তির উপস্থিতি। বিদেশি খেলোয়াড়েরা প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন, ফলে প্রতিপক্ষ নামধারীর বিরুদ্ধে তারা পুরো শক্তি নিয়েই ঝাঁপাবে। প্রস্তুতি ম্যাচে ভবানীপুরকে হারানোর আত্মবিশ্বাসও থাকবে ইস্টবেঙ্গলের সঙ্গে।

এদিনের অনুশীলনে মাঠের বাইরে সহকারী কোচ বিনো জর্জ এবং হেড অফ ফুটবল থাংবোই সিংটো উপস্থিতি ছিলেন। সব মিলিয়ে ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল যে কোনও ছাড় দিতে রাজি নয়, তা পরিষ্কার।

East Bengal coach Oscar Bruzon looking Namdhari FC match in Durand Cup as Final for Qualify to next round