আর কয়েক ঘন্টা পরেই ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) মরশুমের দ্বিতীয় ডার্বি ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। বহু বছর পর আইএসএলে এই দুই প্রধানের সম্মুখ সমরে নামা ঘিরে উৎসাহ চরমে। ডার্বির আগে দুটি দলেরই ভিন্ন পরিস্থিতি।
আইলিগ জয় করে ইন্ডিয়ান সুপার লিগে যোগ দেওয়া মহামেডান স্পোর্টিং-এর পারফরম্যান্স ছিল মরশুমের শুরুতে শক্তিশালী। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে তারা ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। অন্যদিকে, ইস্টবেঙ্গল মরশুমের শুরুতে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও নবনিযুক্ত কোচ অস্কার ব্রুজনের (Oscar Bruzon) অধীনে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
Also Read | পরিকল্পনা মাফিক ফুটবল খেলে ইস্টবেঙ্গলকে পরাজিত করতে চান আন্দ্রে চেরনিশভ
মরশুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথম একাদশ সাজাতে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে ব্রুজনকে। এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার কারণ হল স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তের চোট। এএফসির ম্যাচে চোট পেয়ে স্পেনের নিজস্ব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেশে ফিরে গেছেন ইউস্তে। তাই, ডার্বি ম্যাচে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে আরেক বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহের ওপর বাড়তি আস্থা রাখছেন না কোচ অস্কার ব্রুজন।
Also Read | ওডিশা ম্যাচে ফিরতে চলেছেন এই ভারতীয় মিডফিল্ডার, স্টুয়ার্টের বিকল্পে কে?
হিজাজির পারফরম্যান্সের প্রতি সন্তুষ্ট নন ব্রুজন, কারণ পুরো মরশুম জুড়ে হিজাজির পারফরম্যান্স ছিল হতাশাজনক। ইতিমধ্যেই কোচের কাছে অনেক বিকল্প নিয়ে চিন্তাভাবনা চলছে, যার মধ্যে অন্যতম বিকল্প হিসেবে জিকসন সিংকে কিছুটা পিছনে এনে ব্যাকলাইন মজবুত করার পরিকল্পনা রয়েছে। সংবাদমাধ্যমের সাথে আলাপে ব্রুজন জানিয়েছেন, “হিজাজি ভালো ফুটবলার, তবে আনোয়ার, প্রভাত লাকরা এবং নিশু আরও ভালো বিকল্প হতে পারে। সব মিলিয়ে সেরা কম্বিনেশন খুঁজে মাঠে নামাবো।” এছাড়া আনোয়ার আলি এবং প্রভাত লাকরাকে দলে রাখার সম্ভাবনা রয়েছে যারা ইতিমধ্যেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে চলেছেন।
এই ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের সাফল্য অনেকাংশে নির্ভর করবে এই ভারতীয় ডিফেন্ডারদের উপর। কোচের দলে ভারতীয় ডিফেন্ডারদের উপস্থিতি কৌশলগতভাবে ইস্টবেঙ্গলের শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করতে পারবে।