ওড়িশার বিরুদ্ধে ম‍্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না ইস্টবেঙ্গল কোচ কনস্টানটাইন

মাস দেড়েক আগে ইন্ডিয়ান সুপার লিগের ম‍্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ম‍্যাচে দুই গোলে এগিয়েও চার গোল খেয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। ঘরের মাঠে সেই ম‍্যাচে হারের ক্ষত এখনও দগদগে লাল হলুদ সমর্থকদের মনে।

Stephen Constantine

মাস দেড়েক আগে ইন্ডিয়ান সুপার লিগের ম‍্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ম‍্যাচে দুই গোলে এগিয়েও চার গোল খেয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। ঘরের মাঠে সেই ম‍্যাচে হারের ক্ষত এখনও দগদগে লাল হলুদ সমর্থকদের মনে। শনিবার ফের লিগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামছে লাল হলুদ ব্রিগেড। যদিও এই ম‍্যাচে খেলতে নামার আগে অতীতের ম্যাচ নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ।

স্টিফেন কনস্টানটাইনের মতে সেই ম‌্যাচ নিয়ে এখন কোনও কিছু ভাবাটাই অর্থহীন এখন।কনস্টানটাইনের বক্তব্য অনুযায়ী মাস দেড়েক আগে খেলা ম‍্যাচ নিয়ে এখন ভাবনা চিন্তা করার কোনও মানে হয়না।দল যে সকল ভুল করেছে, তার অধিকাংশ টা করা উচিত ছিলো না বলেই মনে করেন স্টিফেন।তার মতে ইস্টবেঙ্গল এতোটাও নতুন দল নয় যে এতো ভুল করবে।প্রত‍্যাশার বেশি ভুল করে ফেলেছে।বেশ কিছু ম‌্যাচে আরও গোল করা উচিত ছিলো।

Advertisements

ওড়িশার বিরুদ্ধে ম‍্যাচে জিতলে লিগের প্রথম ছয়ের মধ্যে টিকে থাকার সম্ভাবনা বাড়বে ইস্টবেঙ্গলের।তাই লাল হলুদ কোচের সমস্ত ফোকাস এখন জয়ের উপর। শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসি কে হারিয়ে এখন ভীষণ চনমনে লাল হলুদ শিবির।অন‌্যদিকে টানা দুই ম‍্যাচ হেরে বেশ খানিকটা ব‍্যাকফুটে ওড়িশা।তাই এই ম‍্যাচে খানিকটা এগিয়ে শুরু ক‍রবে লাল হলুদ ব্রিগেড।