HomeSports NewsCarles Cuadrat: সেমিফাইনালের আগে হুংকার দিলেন ইস্টবেঙ্গল কোচ

Carles Cuadrat: সেমিফাইনালের আগে হুংকার দিলেন ইস্টবেঙ্গল কোচ

- Advertisement -

নতুন করে জ্বলে উঠেছে মশাল। চলতি Durand Cup-এর সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। ২৯ তারিখে ম্যাচ। জিতলেই সোজা ফাইনালে। তার আগে ফের সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ Carles Cuadrat।

ভারতের মাটিতে কোচিং করানো অন্যতম জনপ্রিয় এবং সফল প্রশিক্ষক Carles Cuadrat। বিগত কয়েক মরসুমের ব্যর্থতা কাটাতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। তাই Carles Cuadrat-কে বেছে নিতে দেরি করেনি ক্লাব। তিনিও প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন, গঙ্গা পারে স্রেফ হাওয়া খেতে তিনি আসেননি। ইস্টবেঙ্গল সমর্থকরাও বুঝতে পারছেন যে কোচ এক সূত্রে বাঁধার চেষ্টা করছেন ক্লাবকে। নিজের লক্ষ্যে আপাতত সফল হয়েছেন তিনি। Durand Cup জিতলে বেশ কয়েক বছরের ট্রফি খরা কাটাতে পারবে লাল হলুদ শিবির।

   

আই লীগের অন্যতম সেরা দল Gokulam Kerala ফুটবল ক্লাবকে ২-১ গোল হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল। সেমিফাইনালে তাদের মাঠে নামতে হবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ম্যাচ যে খুব একটা সহজ হবে না সেটা বলাই বাহুল্য। ইস্টবেঙ্গলের মতো নর্থ ইস্ট ইউনাইটেডও Durand Cup-এ দেখে নিচ্ছে তাদের বিদেশি ব্রিগেডকে। হাইভোল্টেজ ম্যাচের আগে তাই দ্বাদশ ব্যক্তির দরবারে কুয়াদ্রত।

শনিবার সকালে ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে হেড কোচ বলেছেন, “আমরা Durand Cup-এর সেমিফাইনালে পৌঁছাতে পেরেছি। নিরন্তর সমর্থনের জন্য ক্লাব সমর্থকদের জানাই ধন্যবাদ। ফাইনালের আগে আর একটা ম্যাচ। ২৯ তারিখে আপনাদের সবাইকে মাঠে দেখতে চাই।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular