দিমির যোগদানের প্রসঙ্গে কী বললেন লাল-হলুদ কোচ? জানুন

শুক্রবার সরকারিভাবে দিমিত্রিস ডায়মান্টাকোসের (Dimitrios Diamantakos) যোগদানের কথা ঘোষণা করেছে‌ ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। আসন্ন দুইটি ফুটবল মরশুমের জন্য লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে এই…

Carles Cuadrat Shares Insights on Dimitrios Diamantakos

শুক্রবার সরকারিভাবে দিমিত্রিস ডায়মান্টাকোসের (Dimitrios Diamantakos) যোগদানের কথা ঘোষণা করেছে‌ ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। আসন্ন দুইটি ফুটবল মরশুমের জন্য লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে এই দাপুটে ফুটবলারকে। গত সিজনে ইভান ভুকোমানোভিচের তত্ত্বাবধানে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন এই গ্ৰীক ফুটবলার।

সকলকে টেক্কা দিয়ে জিতেছেন গোল্ডেন বুট। যা নিঃসন্দেহে বড়সড় চমক। নতুন মরশুমের জন্য তার কাছে একাধিক ফুটবল ক্লাবের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত বেছে নিয়েছেন কলকাতা ময়দানের এই প্রধানকে। তার আসার ফলে আক্রমণভাগ যথেষ্ট মজবুত হতে চলেছে মশাল ব্রিগেডের।

   

এছাড়াও ফরাসি তারকা মাদিহ তালালের পাশাপাশি সাউল ক্রেসপোর মত স্প্যানিশ ফুটবলারের উপস্থিতিতে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে লাল-হলুদের আপফ্রন্ট। তবে শুধু বিদেশি ফুটবলার নয় ডেভিড লালাসাঙ্গা থেকে শুরু করে আরো একাধিক দেশীয় ফুটবলারদের দলে চূড়ান্ত করে ফেলেছে ইমামি ইস্টবেঙ্গল। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো ঘোষনা করা হবে ক্লাবের তরফ থেকে। পরবর্তীতে দলের হেড কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে প্রি-সিজন শুরু করবে দল। এখন সেদিকেই নজর সমর্থকদের। তবে ডায়মান্টাকোসের মতো ফুটবলারকে দলে পেয়ে যথেষ্ট খুশি কুয়াদ্রাত।

এই প্রসঙ্গে তিনি‌ বলেন, আইএসএলে দিমিত্রিওস ডায়মান্টাকোসের মতো ফুটবলারের অংশগ্রহণ যথেষ্ট ফলদায়ক। তার উপস্থিতি আমাদের দলের আক্রমণভাগকে অনেকটাই শক্তিশালী করে তুলবে। তার সাথে প্রথম থেকেই আমাদের যথেষ্ট ইতিবাচক আলোচনা হয়েছে। যারফলে সে ইস্টবেঙ্গলে যোগদান করেছে।