Sunday, December 7, 2025
HomeSports News'আমরা সায়নের পাশে আছে', জোর গলায় বললেন East Bengal কোচ

‘আমরা সায়নের পাশে আছে’, জোর গলায় বললেন East Bengal কোচ

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লীগের (Indian Super League) গুরুত্বপূর্ণ ম্যাচ। জামশেদপুর এফসির (East Bengal vs Jamshedpur) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলবে নামবে ইস্টবেঙ্গল। এই ম্যাচেও ফুটবল প্রেমীদের নজর থাকবে সায়ন ব্যানার্জীর (Sayan Banerjee) দিকে। ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত উদীয়মান এই ফুটবলারকে নিয়ে যথেষ্ট আশাবাদী।

কুয়াদ্রাত বরাবর তরুণ ফুটবলারদের সুযোগ দিয়ে থাকেন। সায়ন ব্যানার্জীর প্রতিভা চিনে নিতে ভুল করেননি তিনি। কলিঙ্গ সুপার কাপে সায়নের খেলা মুগ্ধ করেছে আপামর লাল হলুদ জনতাকে। সায়ন আরও ভালো খেলুক, চাইছেন স্পেনের হাই-প্রোফাইল কোচ। 

   

জামশেদপুর এফসি ম্যাচের আগে কার্লস কুয়াদ্রাত বলেছেন, “সায়ন খুবই ভাল ফুটবলার। ওর উন্নতি দেখে আমি খুশি। ওকে আমরা সঠিক সময়ে সঠিক সুযোগ বুঝে খেলিয়েছি। যখন প্রয়োজন পড়েছে, তখন ওকে মাঠে নামানো হয়েছে। দলের তরুণ খেলোয়াড়দের যত্ন নেওয়া উচিত বলেই মনে করি আমি।” 

কেন যত্ন নেওয়া উচিৎ? বুঝিয়ে দিয়ে কোচ বলেছেন, “কারণ, ম্যাচে সব সময়, সব কিছু বোঝার মতো পরিণত তারা হয়ে ওঠে না। তাদের অল্প অল্প করে খেলিয়ে তৈরি করে নিতে হয়। আমরা সায়নের পাশে আছি। আশা করি ও আরও ভাল খেলবে।”

গত ম্যাচের মতো কুয়াদ্রাত এই ম্যাচের আগেও বলেছেন তিন পয়েন্ট ছাড়া দল দ্বিতীয় কিছু ভাবছে না। সব ম্যাচই এখন ফাইনালের মতো। প্লে অফের যোগ্যতা অর্জন করার যে সুযোগ দলের কাছে রয়েছে সেটা কাজে লাগাতে চাইছেন। 

“আমাদের কাছে এখন সব ম্যাচই ফাইনালের মতো। সেই ভাবেই আমাদের খেলতে হবে। মরশুমের এই সময়টা একটু অন্য রকমের। এখন দলগুলো একটা ভাল জায়গায় যাওয়ার জন্য লড়াই করছে। প্রত্যেকেই পয়েন্ট পাওয়ার চেষ্টা করছে। সুতরাং আমাদেরও উদ্দেশ্য এখন যতটা সম্ভব বেশি পয়েন্ট তুলে রাখা।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular