Carles Cuadrat: প্রকাশ্যে ডিফেন্সের সমালোচনায় ইস্টবেঙ্গল কোচ

East Bengal coach Carles Cuadrat

আরও একবার পরাজয়। ঘরের মাঠে। গোল করার নিশ্চিত সুযোগ হাতছাড়া। সেই সঙ্গে ভঙ্গুর ডিফেন্স। ম্যাচের শেষে কিছুটা হতাশ ইস্টবেঙ্গল কোচ Carles Cuadrat।

গোল করেও বারেবারে পয়েন্ট হাতছাড়া করা কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছে ইস্টবেঙ্গল। গোল আসছে, আবার সেই গোল শোধ হয়েও যাচ্ছে। ফলে নিট ফল জিরো। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর নিজের দলের রক্ষণের সমালোচনা করেছেন লাল হলুদ হাই প্রোফাইল স্প্যানিশ কোচ।

   

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে Cuadrat বলেছেন, “আমরা খারাপ খেলছি, এটা ঠিক নয়। আমরা বেঙ্গালুরুতে যেমন ভাল ফুটবল খেলেছি, তেমনই গোয়ার বিরুদ্ধেও অনেকটা সময় ভাল খেলেছি। আজও দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলেছি। তবে কেরালা যথেষ্ট ভাল দল। ওরা আমাদের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে নিতে পেরেছে।”

এরপরেই তিনি বলেছেন, “আমরা অনেকগুলো ভাল সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। পেনাল্টিও মিস করেছি। তবে ডিফেন্সে আমরা এখনও আমাদের আরও শক্তিশালী হতে হবে। ও ভাবে দুটো গোল খাওয়া ঠিক হয়নি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন