Sunday, December 7, 2025
HomeSports NewsEast Bengal : জামশেদপুরকে আবার হারাতে চাই: কুয়াদ্রাত

East Bengal : জামশেদপুরকে আবার হারাতে চাই: কুয়াদ্রাত

- Advertisement -

তিন পয়েন্ট পাওয়ার জন্য মরীয়া ইস্টবেঙ্গল (East Bengal)। আত্মবিশ্বাসী কোচ কার্লস কুয়াদ্রাত (Carles Cuadrat)। স্পষ্ট বুঝিয়ে দিলেন, তিন পয়েন্ট পাওয়াই দলের একমাত্র লক্ষ্য। 

কলিঙ্গ সুপার কাপে জামশেদপুর এফসিকে (East Bengal vs Jamshedpur FC) হারিয়েছিল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচের আগে এটাই ইস্টবেঙ্গলের কাছে বাড়তি মোটিভেশন। এবারেও তারা জিতে মাঠ ছাড়তে চায়। অ্যাওয়ে ম্যাচ হলেও পয়েন্ট কোনোভাবে হারাতে চাইছেন না লাল হলুদ কোচ।

   

ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে কোচ কার্লস কুয়াদ্রাত বলেছেন, “কাল তিন পয়েন্ট পাওয়া আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আইএসএলে ইস্টবেঙ্গল কখনও পরপর দুটো ম্যাচে জেতেনি। তাই এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তবে আমাদের খেলোয়াড়দের ফোকাস বজায় রয়েছে। ওরা ম্যাচটা জিততে চায়। আমরা কাল তিন পয়েন্টের জন্য লড়াই করব।”

কথার ফাঁকে কোচ মনে করিয়ে দিয়েছেন সুপার কাপের ম্যাচের প্রসঙ্গ। সম্প্রতি সময়ে ইস্টবেঙ্গলের কাছেই হেরেছে ইস্পাত নগরীর দল। সে কথা স্মরণ করিয়ে কোচ বলেছেন, “আমাদের মতো ওরাও প্লে অফে যাওয়ার দৌড়ে রয়েছে। জামশেদপুরকে আমরাই শেষ হারিয়েছি, সুপার কাপের সেমিফাইনালে। তার পর থেকে ওদের কেউ হারাতে পারেনি। ওরা অপরাজিত রয়েছে। ওদের আমরা আবার হারাতে চাই এই ম্যাচে।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular