হায়দরাবাদকে হারালেও দলের ভুলভ্রান্তি ফাঁস করলেন ইস্টবেঙ্গল কোচ

ইন্ডিয়ান সুপার লীগের প্রথম দুই ম্যাচ থেকেই পয়েন্ট পেলে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে জয়। খুশি ক্লাবের সমর্থকরা। পুরো পয়েন্ট পেয়ে কোচ Carles Cuadrat…

Carles Cuadrat Cleiton Silva

ইন্ডিয়ান সুপার লীগের প্রথম দুই ম্যাচ থেকেই পয়েন্ট পেলে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে জয়। খুশি ক্লাবের সমর্থকরা। পুরো পয়েন্ট পেয়ে কোচ Carles Cuadrat খুশি হলেও দলের ভুলভ্রান্তির কথা প্রকাশ্যে বলেছেন তিনি।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে, জামশেদপুর এফসির বিরুদ্ধে এক গুচ্ছ গোলের সুযোগ হাতছাড়া করে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসি ২-১ গোল হারিয়েছে ইস্টবেঙ্গল। জোড়া গোল করে দলকে জিতিয়েছেন ক্লেইটন সিলভা।

   

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ বলেছেন, “ম্যাচের পর তিনি সাংবাদিক বৈঠকে বলেন, “আজ আমরা অনেক অনিচ্ছাকৃত ভুল করেছি। চাপের মুখে ছেলেরা ভুল পাস করছে। আক্রমণে ওঠার সময়ও এটা হচ্ছে। আমাদের এগুলো শোধরাতে হবে। এই ম্যাচে আমাদের সামনে বেশি সুযোগ আসেনি।”

বিগত কয়েক মরসুমে দলের খেলাই লড়াইটাই কার্যত দেখতে পাননি ইস্টবেঙ্গল সমর্থকরা। অভিজ্ঞ স্প্যানিশ কোচের প্রশিক্ষণে এবার ভালো ফলাফল করার ব্যাপারে আশার আলো দেখাচ্ছেন সিলভারা। হায়দরাবাদের বিরুদ্ধে খেলায় কিছু ভুলের কথা বললেও সেগুলো শুধরে আরও ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন কোচ। লাল হলুদ প্রশিক্ষকের কথায়, “ড্রেসিংরুমে আমরা আলোচনা করছিলাম যে আমাদের আরও কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে হবে। গত মরশুমে ওদের বিরুদ্ধে এক গোলের ব্যবধানে হেরেছিলাম আমরা। তবে এখন আর সে রকম খেললে চলবে না। ম্যাচ একশো মিনিট পর্যন্ত গড়ালেও আমাদের সেই একশো মিনিটই ফোকাসড্ থাকতে হবে।”