East Bengal: জুলাইয়ের শেষেই কলকাতায় পা রাখছেন ইস্টবেঙ্গলের কোচ

East Bengal coach Bino George

আসন্ন কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের জন্য বিনু জর্জের সাথে চুক্তি সেরে ফেলেছে ইস্টবেঙ্গল (East Bengal)৷ এমনটাই শোনা যাচ্ছে। যদিও চুক্তির বিষয় এখনই বিস্তারিত ভাবে বলা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে আগামী ২৮ শে জুলাইয়ের মধ্যে কলকাতায় পা রাখবেন তিনি।

দীর্ঘ কোচিং জীবনে ভিভো কেরালা, কোয়ার্টজ এফসি, রেড স্টার , গোকুলামে কোচিং করানোর পাশাপাশি কলকাতায় চিরাগ ইউনাইটেড, ইউনাইটেড এফসি’তে কোচিং করিয়ে বিনো।তার অভিজ্ঞতা নিয়ে কোনও প্রশ্ন’ই ওঠেনা।

   

এবার কেরালার সন্তোষ ট্রফির চ‍্যাম্পিয়ান কোচ তিনি।তাই বিনোর হাতে দায়িত্ব তুলে দিতে চাইছে ইমামি’র কর্তারা,এমনটাই শোনা যাচ্ছিলো।পরবর্তী সময়ে খোদ বিনোর সাথে সংবাদ মাধ‍্যমের ত‍রফে জানতে চাওয়া হয় তিনি ইস্টবেঙ্গলের কোচ হওয়ার প্রস্তাব তিনি পেয়েছেন?

জবাবে তিনি বলেছিলেন, ” গোকুলামের সাথে চুক্তি শেষ হওয়ায় বর্তমানে একজন ফ্রি এজেন্ট আমি।ইস্টবেঙ্গলের ত‍রফে যোগাযোগ করা হয়েছে আমার সাথে।প্রাথমিক পর্বের কথা সাড়ার পর আমাকে জানিয়েছে ম‍্যানেজমেন্টের কয়েকটা বিষয় খতিয়ে দেখে যোগাযোগ করা হবে।” সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তার নাম কোচ হিসেবে লাল হলুদ শিবির।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন