HomeSports Newsডার্বিতে মশাল জ্বলবে আশাবাদী বিনো, ফলাফলের অপেক্ষায় সমর্থকরা

ডার্বিতে মশাল জ্বলবে আশাবাদী বিনো, ফলাফলের অপেক্ষায় সমর্থকরা

- Advertisement -

শনিবার ‘বড় ম্যাচ’। যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান (Mohun Bagan)। কলকাতা ডার্বির (Kolkata Derby) আগে সব দিক থেকেই এগিয়ে রয়েছে বাগান শিবির। এই মরশুমে জয়ের দিক থেকে হোক কিংবা ফুটবলারদের ফিটনেস এমনকি শেষ কয়েকটি ডার্বি ম্যাচ জিতে সব কিছুতেই এগিয়ে নৌকাবাহিনী। এর মধ্যেই প্রশ্ন থাকছে তাহলে ইস্টবেঙ্গল? তবে কথায় আছে শেষ থেকেই শুরু হয়। এই মরশুমের টানা চার ম্যাচ হেরে লিগ টেবিলের লাস্ট বয় মশাল ব্রিগেড। তবে মোহনবাগানের বিরুদ্ধে জয় দিয়েই এই মরশুমে ইস্টবেঙ্গল মশাল জ্বালাবে বলে আশাবাদী দলের দায়িত্বে থাকা অন্তর্বর্তী কোচ বিনো জর্জ।

আসন টলমল রাহুলের? পরিবর্তে এই তারকাকে নিয়ে ‘চমক’গোয়েঙ্কার

   

শেষ চার ম্যাচে দলের পারফরম্যন্স প্রসঙ্গে বিনো জর্জ জানিয়েছেন, ” প্রতিটা ম্যাচেই আমরা নিজেদের সেরাটা দিয়েছি। কখনও সাফল্য পেয়েছি। কখনও পাইনি। আসলে জেতা-হারা খেলারই অঙ্গ। ডার্বি মানে শুধু সমর্থক নয়, দুই দলের কাছেও বাড়তি অনুপ্রেরণা। আমরা সামনে তাকাচ্ছি। ভাল ফলাফল করতে মরিয়া।”

ডার্বির আগে রহস্য ফাঁস বাগান অধিনায়কের, প্রাক্তন সতীর্থকে দিলেন পরামর্শ

বিনো আত্মবিশ্বাস খুঁজছেন আগের জামশেদপুর ম্যাচ থেকে। ইস্টবেঙ্গল হারলেও তারা খারাপ খেলেনি। সেটা মনে করিয়ে বিনো বললেন, “সব দলের বিরুদ্ধেই আমাদের পরিকল্পনা থাকে। আগের ম্যাচে ঠিক পেনাল্টি দেওয়া হয়নি। অনুশীলনে ছেলেদের দেখে বলতে পারি, ওরা ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। মোহনবাগানকে কী ভাবে হারানো যায় সে ব্যাপারে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে।”

মেসির পর চোট সরিয়ে এবার মাঠে ফিরছেন নেইমার

তবে মিনি ডার্বিতে মহমেডানকে হারিয়ে ফর্মে ফিরেছে মোহনবাগান। সেক্ষেত্রে এদিন খাতায়-কলমে এগিয়ে থাকা পালতোলা নৌকাকে রুখে দিয়ে ইস্টবেঙ্গল যুবভারতীর গ্যালারি জুড়ে মশাল জ্বালাতে পারবে কিনা সেটাই দেখার বিষয়।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular