ডার্বিতে মশাল জ্বলবে আশাবাদী বিনো, ফলাফলের অপেক্ষায় সমর্থকরা

শনিবার ‘বড় ম্যাচ’। যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান (Mohun Bagan)। কলকাতা ডার্বির (Kolkata Derby) আগে সব…

East Bengal vs Mohun Bagan Derby match

শনিবার ‘বড় ম্যাচ’। যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান (Mohun Bagan)। কলকাতা ডার্বির (Kolkata Derby) আগে সব দিক থেকেই এগিয়ে রয়েছে বাগান শিবির। এই মরশুমে জয়ের দিক থেকে হোক কিংবা ফুটবলারদের ফিটনেস এমনকি শেষ কয়েকটি ডার্বি ম্যাচ জিতে সব কিছুতেই এগিয়ে নৌকাবাহিনী। এর মধ্যেই প্রশ্ন থাকছে তাহলে ইস্টবেঙ্গল? তবে কথায় আছে শেষ থেকেই শুরু হয়। এই মরশুমের টানা চার ম্যাচ হেরে লিগ টেবিলের লাস্ট বয় মশাল ব্রিগেড। তবে মোহনবাগানের বিরুদ্ধে জয় দিয়েই এই মরশুমে ইস্টবেঙ্গল মশাল জ্বালাবে বলে আশাবাদী দলের দায়িত্বে থাকা অন্তর্বর্তী কোচ বিনো জর্জ।

আসন টলমল রাহুলের? পরিবর্তে এই তারকাকে নিয়ে ‘চমক’গোয়েঙ্কার

   

শেষ চার ম্যাচে দলের পারফরম্যন্স প্রসঙ্গে বিনো জর্জ জানিয়েছেন, ” প্রতিটা ম্যাচেই আমরা নিজেদের সেরাটা দিয়েছি। কখনও সাফল্য পেয়েছি। কখনও পাইনি। আসলে জেতা-হারা খেলারই অঙ্গ। ডার্বি মানে শুধু সমর্থক নয়, দুই দলের কাছেও বাড়তি অনুপ্রেরণা। আমরা সামনে তাকাচ্ছি। ভাল ফলাফল করতে মরিয়া।”

ডার্বির আগে রহস্য ফাঁস বাগান অধিনায়কের, প্রাক্তন সতীর্থকে দিলেন পরামর্শ

বিনো আত্মবিশ্বাস খুঁজছেন আগের জামশেদপুর ম্যাচ থেকে। ইস্টবেঙ্গল হারলেও তারা খারাপ খেলেনি। সেটা মনে করিয়ে বিনো বললেন, “সব দলের বিরুদ্ধেই আমাদের পরিকল্পনা থাকে। আগের ম্যাচে ঠিক পেনাল্টি দেওয়া হয়নি। অনুশীলনে ছেলেদের দেখে বলতে পারি, ওরা ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। মোহনবাগানকে কী ভাবে হারানো যায় সে ব্যাপারে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে।”

মেসির পর চোট সরিয়ে এবার মাঠে ফিরছেন নেইমার

তবে মিনি ডার্বিতে মহমেডানকে হারিয়ে ফর্মে ফিরেছে মোহনবাগান। সেক্ষেত্রে এদিন খাতায়-কলমে এগিয়ে থাকা পালতোলা নৌকাকে রুখে দিয়ে ইস্টবেঙ্গল যুবভারতীর গ্যালারি জুড়ে মশাল জ্বালাতে পারবে কিনা সেটাই দেখার বিষয়।