গতবারের মতো এবারও রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে দারুণ ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। শুরুটা আরামদায়ক না হলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই পুরোনো ছন্দে ফিরেছে দল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের পাশাপাশি আরও বেশকিছু শক্তিশালী দলকে পরাজিত করে অনায়াসেই ইস্টজোন থেকে চ্যাম্পিয়ন হয় মশাল ব্রিগেড। পরবর্তীতে জাতীয় স্তরে ও বজায় থাকে সেই একই ধারা। সেখান থেকেই গত কয়েকদিন আগে শক্তিশালী মথূট ফুটবল অ্যাকাডেমীকে পরাজিত করে ডেভেলপমেন্ট লিগের ফাইনালে উঠে আসে লাল-হলুদ শিবির।
এবার ট্রফি জয়ের লড়াই। শনিবার সন্ধ্যায় নভি মুম্বাইয়ের বুকে ডেভেলপমেন্ট লিগের ফাইনাল খেলতে নামছে দুই শক্তিশালী ফুটবল ক্লাব। একদিকে রয়েছে পাঞ্জাব এফসি অন্যদিকে, বিনো জর্জের ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বলতে গেলে বাংলার প্রথম কোনো দল হিসেবে এই টুর্নামেন্টের ফাইনাল খেলতে চলেছে মশাল ব্রিগেড। এক কথায় এক ইতিহাস গড়ার হাতছানি রয়েছে বিনো জর্জের ছেলেদের সামনে। গতবছর কোর্য়াটার ফাইনাল খেললেও অল্পের জন্য সেমিফাইনালে ওঠা সম্ভব হয়নি তাদের পক্ষে। এবার সিনিয়র দলের পর ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের জুনিয়র দল।
তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যথেষ্ট আশাবাদী থাকতে দেখা যায় ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জকে। প্রতিপক্ষ দলের প্রসঙ্গে তিনি বলেন, আমরা পাঞ্জাব এফসির খেলার কৌশল দেখেছি। কিন্তু প্রতিপক্ষ নির্বিশেষে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে এখানে এসেছি। আমাদের আগের ম্যাচ গুলির ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে ফাইনাল ম্যাচে সেগুলির সংশোধন করার লক্ষ্য থাকবে। সেইসাথে গত ম্যাচের প্রসঙ্গে বিনো বলেন, আমরা পিছিয়ে থেকেও যেভাবে ফিরে এসেছি তার জন্য দলের ফুটবলারদের মনোভাবের প্রশংসা করি। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে গুরুত্বপূর্ণ ম্যাচে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়।