ডুরান্ড কাপ এবং কলকাতা ফুটবল লীগে আশাপ্রদ পারফরম্যান্স করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। ডার্বিতে পরাস্ত করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগান সুপার জায়ান্টকে। নতুন মরসুমকে ঘিরে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন লাল হলুদ সমর্থকরা। কিন্তু ইন্ডিয়ান সুপার লীগের প্রথম ম্যাচেই হোঁচট। গ্যালারিতে বসে দলের ছন্নছাড়া ফুটবল দেখলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তা দেবব্রত সরকার।
জামশেদপুর এফসির বিরুদ্ধে এবারের ইন্ডিয়ান সুপার লীগের প্রথম ম্যাচ গোলশূন্য ভাবে শেষ করেছে ইস্টবেঙ্গল। দলের খেলার দেখে সমর্থকরা একেবারেই খুশি হতে পারছেন না। বরং বিগত কয়েক মরসুমের মতো এবারেও প্রমাদ গুনতে শুরু করেছেন কেউ কেউ। গোল মিস করার বহর দেখে ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকে ভালো মরসুমের ব্যাপারে আশা হারাতে শুরু করেছেন ইতিমধ্যে।
জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে দানা বাঁধেনি মাঝমাঠের খেলা। আক্রমণভাগে চোখে পড়েনি গোল ক্ষুধা, অকারণ মাথা গরম করে লাল হলুদ সমর্থকদের চোখের বালি হয়ে উঠেছেন সৌভিক চক্রবর্তীরা। এবারের টুর্নামেন্টে জামশেদপুর ফুটবল ক্লাবকে অন্যতম দুর্বল দল হিসেবে গণ্য করছেন অনেকে। তাদের কাছেই কি না আটকে গেল ইস্টবেঙ্গল!
ম্যাচ শেষে ক্লাব কর্তা দেবব্রত সরকার বললেন, “আরও প্র্যাকটিস করতে হবে। কোচ নিশ্চই সব কিছু দেখেছেন। প্রথমার্ধে তিন চারটি গোলের সুযোগ হাতছাড়া করেছে দল। বোঝাপড়া আরও বাড়াতে হবে। আই হোপ দল ঘুরে দাঁড়াবে।”
FT| Spoils shared at the VYBK.#JoyEastBengal #EastBengalFC #EBFCJFC #ISL10 #LetsFootball pic.twitter.com/BWr6CtvIuW
— East Bengal FC (@eastbengal_fc) September 25, 2023