উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে ইস্টবেঙ্গল, ঘোষণা করলেন দেবব্রত সরকার

Advertisements কলকাতা, ৭ অক্টোবর: উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল ইস্টবেঙ্গল ক্লাব। সোমবার ময়দানে তাঁবু বন্ধ থাকা সত্ত্বেও ক্লাবের সিনিয়র কর্মকর্তা…

East Bengal Official Debabrata Sarkar Optimistic About Resolving ISL

Advertisements

কলকাতা, ৭ অক্টোবর: উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল ইস্টবেঙ্গল ক্লাব। সোমবার ময়দানে তাঁবু বন্ধ থাকা সত্ত্বেও ক্লাবের সিনিয়র কর্মকর্তা দেবব্রত সরকার, কিংবদন্তি ফুটবলার ভাস্কর গাঙ্গুলিবিকাশ পাঁজি-র উপস্থিতিতে এক বৈঠকে এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ক্লাব শুধু প্রতীকী সমর্থন নয়, বরং সক্রিয়ভাবে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করবে। এজন্য ক্লাবের সদস্য ও সমর্থকদের সংগঠিত করা হবে এবং সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হবে।

দেবব্রত সরকার বলেন,

“ইস্টবেঙ্গল ক্লাব শুধুমাত্র ফুটবল নয়, সবসময়ই মানুষের পাশে থেকেছে। উত্তরবঙ্গের এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের কর্তব্য হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো। আমাদের ক্লাবের সমর্থক ও সদস্যরা এই কাজের জন্য এগিয়ে আসবেন।”

🏟️ ক্লাবের সামাজিক দায়িত্ব

ইস্টবেঙ্গল দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। করোনা, আমফান কিংবা বন্যা—প্রতিবারই ক্লাব উদ্যোগ নিয়েছে সাহায্য পাঠানোর। উত্তরবঙ্গের এই প্রাকৃতিক বিপর্যয়েও তার ব্যতিক্রম হলো না।

🙌 ফুটবল কিংবদন্তিদের বার্তা

বৈঠকে উপস্থিত ভাস্কর গাঙ্গুলি বলেন,

“খেলা ছাড়াও ক্লাবের অন্যতম দায়িত্ব হলো সমাজের পাশে দাঁড়ানো। উত্তরবঙ্গের মানুষ এখন যে দুর্দশার মধ্যে রয়েছেন, সেখানে আমাদের সমর্থন তাঁদের সাহস যোগাবে।”

বিকাশ পাঁজিও সমর্থকদের সক্রিয়ভাবে ত্রাণ কার্যক্রমে যোগ দেওয়ার আহ্বান জানান।

📢 সামনে আসছেন সমর্থকরা

ক্লাব ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে কীভাবে দ্রুততম সময়ে ত্রাণ পৌঁছে দেওয়া যায়। আশা করা হচ্ছে, হাজার হাজার ইস্টবেঙ্গল সমর্থক এই উদ্যোগে অংশ নেবেন এবং উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াবেন।

দেবব্রত সরকারের কথায়,

“আমাদের এই প্রতিশ্রুতি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাস্তব কাজের মাধ্যমে প্রমাণ করবে ইস্টবেঙ্গল।”