East Bengal Club : গত মরসুমের তুলনায় হয়তো ভালো কিছুই হচ্ছে

অতীত থেকে শিক্ষা পাওয়া গিয়েছে। আগামী মরসুমে আর হয়তো একই ভুল করবে না ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। আগের থেকে মজবুত দল গঠন করেই নামার…

East Bengal

অতীত থেকে শিক্ষা পাওয়া গিয়েছে। আগামী মরসুমে আর হয়তো একই ভুল করবে না ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। আগের থেকে মজবুত দল গঠন করেই নামার পথে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব।

Advertisements

ইমামির সঙ্গে ক্লাবের সই পর্ব এখনও বাকি রয়েছে। সেই নিয়ে ময়দানে বিস্তর জল্পনা। লাল হলুদ সমর্থকদের মনেও আশঙ্কার মেঘ। তাঁরা চাইছেন না গত কয়েক মরশুমের পুনরাবৃত্তি।

Advertisements
East Bengal Club
ফের উজ্জীবিত হতে পারে লাল হলুদ গ্যালারি।

ফুটবল মহলে যা গুঞ্জন, তাতে ইস্টবেঙ্গল সমর্থকদের মন কিছুটা শান্ত হতে পারে। দেরিতে হলেও ক্লাব এবং কোম্পানির মধ্যে সম্পর্ক এখনও মসৃণ রয়েছে বলে জানা গিয়েছে। দল গঠনের কাজেও ক্লাবের পাশে থাকবে ইমামি।

ইতিমধ্যে কয়েকজন ফুটবলারকে ক্লাব কর্তারা নিশ্চিত করেছেন। ইন্ডিয়ান সুপার লিগ সহ অন্যান্য প্রতিযোগিতায় ভালো ফল করার জন্য ভালো মানের আরও ফুটবলার প্রয়োজন। বিদেশি সই করানোর ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। সব মিলিয়ে দল গঠনের কাজে গতবার যে গাছাড়া মনোভাব ছিল এবার সেটা হবে না বলে মনে করা হচ্ছে।