East Bengal Club : বিদেশি খোঁজার দায়িত্ব হয়তো কনস্টান্টাইনের ওপর

Stephen Constantine

ইস্টবেঙ্গল ক্লাবে (east bengal) নিশ্চিত হয়েছেন স্টিফেন কনস্টান্টাইন। ইন্ডিয়ান সুপার লিগে তাঁকে লাল হলুদের কোচ হিসেবে দেখা যাবে। মঙ্গলবার জানা গিয়েছিল, তিনি সই করে নিজের সম্মতি প্রদান করেছেন।

Advertisements

ইস্টবেঙ্গলের হয়ে কোচিং করানোর আগে আরও একটা দায়িত্ব পড়তে পারে তাঁর কাঁধে। সেটা হল বিদেশি ফুটবলার বাছাইয়ের দায়িত্ব। আপাতত ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ডিফেন্ডার ইভান গঞ্জালেজকে নিশ্চিত করেছেন। জল্পনা অনুযায়ী হয়তো স্প্যানিশ উইঙ্গার ক্যারবেরাকেও। এখনও প্রয়োজন চার – পাঁচজন বিদেশি ফুটবলার।

ভালো মানের ভারতীয় ফুটবলাররা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো ক্লাবের সঙ্গে যুক্ত। এ ক্ষেত্রে ভালো দল গড়তে হলে দরকার ভালো মানের বিদেশি ফুটবলার। লাল হলুদ জার্সি পরে কোন বিদেশিরা মাঠে নামবেন, সেটা ঠিক করার সিদ্ধান্ত ভারতের প্রাক্তন কোচকে দেওয়া হতে পারে।

Advertisements

দল গঠনের কাজে যে অনেকটা দেরি হয়ে গিয়েছে সেটা ইতিপূর্বে ইস্টবেঙ্গল ক্লাব কর্তা স্বীকার করে নিয়েছিলেন। শোনা গিয়েছিল, ট্রান্সফার ফি দিয়ে কয়েকজন তারকা ভারতীয় ফুটবলারকে দলে নিয়ে আসতে পারে ক্লাব। কিন্তু এখনও বিনিয়োগকারী কোম্পানির সঙ্গে সই হয়নি। বাজেট কতো সেটাও জানা নেই। এই অবস্থায় ভালো কিছু করে দেখানোর জন্য ভরসা রাখতে হবে বিদেশি খেলোয়াড়দের ওপর।