দল গঠনের কাজ তো চলছে। বিনিয়োগকারীও এসে গিয়েছে। এবার ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) কোচ (coach) কে হবেন? ট্রান্সফার উইন্ডো খোলার আগে এই প্রশ্নের উত্তর ঘোরাফেরা করছে ময়দানে।
ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠন কিংবা ইনভেস্টর নিয়ে যেমন দিনের পর দিন জল্পনা চলেছে, তেমনই কোচ নিয়োগ প্রসঙ্গেও। আগে শোনা গিয়েছিল যে ঘরোয়া লিগের জন্য একজন ভারতীয় কোচকে দায়িত্ব দিতে পারে ক্লাব। পরে ইন্ডিয়ান সুপার লিগের কোচ হিসেবে বিদেশি কোচ নিযুক্ত করা হতে পারে।
এমন সম্ভাবনা এখনও মেঘে ঢাকা পড়েনি। বরং ইমামি আসার পর আলোচনা আরও বেড়েছে। ফুটবল বোদ্ধাদের একাংশ মনে করছেন, প্রাথমিকভাবে একজন ভারতীয় কোচকে দায়িত্ব দিতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। পরে বিদেশি কোচ।
ভারতীয় কোচ হিসেবে উঠে এসেছিল শঙ্করলাল চক্রবর্তী এবং রঞ্জন ভট্টাচার্যের নাম। দু’জনেই কলকাতার পরিচিতি মুখ এবং কোচ হিসেবে উভয়েই সফল। শঙ্করলালের বড় ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। অন্য দিকে রঞ্জন ভট্টাচার্য বাংলা দলকে পৌঁছে দিয়েছিলেন সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার একেবারে সামনে। লক্ষ্যে সফল না হলেও তাঁকে নিয়ে চর্চা জারি রয়েছে। এবং আগামী দিনে রঞ্জনকে ইস্টবেঙ্গল ক্লাবের কোচ হিসেবে দেখা যাবে বলে অনেকে আশা করছেন।