East Bengal Club : জনা ২৫ ফুটবলারকে দেওয়া হতে পারে প্রস্তাব

east bengal supporters

চলতি সপ্তাহেই সই হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। পছন্দের খেলোয়াড়দের নামের একটা তালিকা তৈরি রয়েছে বলে আগেই জানা গিয়েছিল। মনে করা হচ্ছে, জনা ২৫ ফুটবলারকে প্রস্তাব দিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal Club)।

বড় কোনো অঘটন না ঘটলে এই সপ্তাহে ইমামি গোষ্ঠীর সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লাবের লাল হলুদ কর্তাও এই সপ্তাহের শুরুতে সই হয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী।

   

দলগঠন নিয়ে আজ বৈঠকে বসছে ইস্টবেঙ্গল৷ আজই হয়তো পছন্দের ফুটবলারদের নিয়ে গড়া নামের তালিকা বিনিয়োগকারী কোম্পানির হাতে তুলে দেওয়া হতে পারে। আর সেই সঙ্গে দল গঠনের প্রথম ধাপে উত্তরণ করতে পারে দল।

অবশ্য তালিকা কোম্পানির হাতে তুলে দিলেই যে কেল্লা ফতে এমনটা না। ইমামির অবস্থান স্পষ্ট। আগে সই পরে টাকা। মানে চূড়ান্ত চুক্তি পত্রে যতক্ষণ না সই হচ্ছে ততক্ষণ ক্লাবের জন্য ইনভেস্ট করবে না কোম্পানি। খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে কোনো এজেন্সির সাহায্য নেওয়া হতে পারে। বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রেও ব্যাপারটা একই হতে পারে। স্কোয়াডের একমাত্র বিদেশি ইভান গঞ্জালেজ যে এজেন্সির মাধ্যমে লাল হলুদ তাবুতে এসেছিলেন, সেই একই মাধ্যমে ক্লাবে আসতে পারেন আরও একাধিক ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন