এখনও সই না হলেও দল গঠনের ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) কর্তারা ভাবনা চিন্তা জারি রেখেছেন। বিশেষ একটা পজিশনের জন্য খেলোয়াড় নিতে কর্তারা মরিয়া।
ইমামি গ্রুপের সঙ্গে আলোচনা শুরু হওয়ার অনেক আগে থেকেই দল গঠনের কাজে লাল হলুদ কর্তারা মাঠে নেমে পড়েছিলেন। বেশ কয়েকজন ফুটবলারকে নিশ্চিত করেছেন। ইন্ডিয়ান সুপার লিগ খেলা একাধিক তারকা ফুটবলাররাও নিশ্চিত হওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন।
জানা গিয়েছে, মাঝমাঠের ফুটবলার নেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। বিশেষত ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। মাঝমাঠের জন্য বেশ কয়েক ফুটবলার নিশ্চিত করা হলেও তাদের বেশিরভাগ অভিজ্ঞ নন। সেই সঙ্গে জাতীয় স্তরেও খেলার অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে।
সম্প্রতি শোনা গিয়েছিল প্রণয় হালদারকে সই করাতে আগ্রহী ইস্টবেঙ্গল। প্রণয় মাঝমাঠের ওই বিশেষ পজিশনেই মূলত খেলেন। অর্থাৎ ডিফেন্সিভ মিডিও। ইন্ডিয়ান সুপার লিগ, বড় দলের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। কলকাতার ফুটবল আবেগকে বোঝেন। মোহনবাগানের হয়েও খেলেছেন আগে।