কিছু দিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন ইস্টবেঙ্গলের (East Bengal) জর্ডন এলসে। মাঠে গা ঘামানোর মুহূর্তের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবি দেখে কিছুটা স্বস্তি মিললেও এখনই তার মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। শনিবার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে বড় আপডেট।
এদিন দুপুরে অস্ট্রেলিয়ার তারকা ডিফেন্ডারকে নিয়ে আপডেট দিয়েছে ইস্টবেঙ্গল। ক্লাবের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, সফল ভাবে সম্পন্ন হয়েছে তার অস্ত্রোপচার। আপাতত রিকভারি প্রসেসে থাকবেন জর্ডন এলসে।
🚨 𝐂𝐋𝐔𝐁 𝐒𝐓𝐀𝐓𝐄𝐌𝐄𝐍𝐓 🚨 pic.twitter.com/UMxp8WJ1SD
— East Bengal FC (@eastbengal_fc) September 16, 2023
হাঁটুতে চোট। কবে মাঠে ফিরবেন আপাতত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ইন্ডিয়ান সুপার লীগ শুরু হতে বাকি আর নয় দিন। ফুটবল প্রেমীদের আশঙ্কা, এতো তাড়াতাড়ি হয়তো জর্ডন মাঠে ফিরতে পারবেন না।
মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে Durand Cup-এর ফাইনাল ম্যাচে চোটের কবলে পড়েছিলেন অস্ট্রেলিয়ার জর্ডন এলসে। ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করা হয়েছিল যে চোট গুরুতর। হাঁটুতে ইনজুরি রয়েছে। আপাতত কয়েক মাস মাঠের বাইরে জর্ডন।
জর্ডন ঠিক কবে মাঠে ফিরবেন জানা নেই। ইন্ডিয়ান সুপার লীগের নতুন মরসুমে আদৌ খেলতে পারবেন কি না সে ব্যাপারেও নেই নিশ্চয়তা। পরিস্থিতি কতটা জটিল ক্লাব কর্তারা নিশ্চয়ই জানেন। জর্ডনহীন লাল হলুদ দলে রক্ষণ হতে পারে তুলনামূলক দুর্বল । জর্ডনের অনুপস্থিতিতে হয়তো গুরু দায়িত্ব সামলাবেন হোসে পার্দ। এখনও পর্যন্ত মনে রাখার মতো কিছু করে দেখাতে পারেননি এই স্প্যানিশ। ম্যাচে সুযোগও পাননি খুব বেশি।
জর্ডন এশিয়ান কোটার বিদেশি ফুটবলার। ক্লাব যদি তাকে চুক্তির বাইরে রাখতে চায় তাহলে নিশ্চিত করতে হবে এশিয়ান কোটার নতুন বিদেশি খেলোয়াড়কে। আর সই না করাতে চাইলে একজন বিদেশি কম নিয়েই আপাতত খেলতে হবে দলকে।