East Bengal Club : লাল হলুদে আসতে পারে ১৬ বছরের অভিজ্ঞ কোচ

East Bengal Club

এখনও কোচ নিয়োগ করেনি ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। কয়েকজনের নাম ইতিমধ্যে শোনা গিয়েছে। তবে নিশ্চিত ভাবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। সম্প্রতিতম খবর অনুযায়ী, লাল হলুদ ক্লাবে কোচের দৌড়ে হয়তো এগিয়ে রয়েছেন পর্তুগালের জর্জ কোস্তা।

ইন্ডিয়ান সুপার লিগের কথা ভেবে দল গঠন করতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। ইস্টবেঙ্গলের মতো ইন্ডিয়ান সুপার লিগের আরও একাধিক ক্লাব নতুন কোচ নিয়োগ করবে। সব মিলিয়ে দল গোছানোর মরশুমে কয়েকজন অভিজ্ঞ কোচের নাম আগেও শোনা গিয়েছিল। যার মধ্যে অ্যান্টোনিও লোপেজ হাবাস, স্টিফেন কনস্টান্তাইন অন্যতম। 

   

East Bengal Club

এটিকে এবং এটিকে মোহন বাগানের প্রাক্তন কোচ হাবাসকে নিয়ে জোরালো হয়েছিল জল্পনা। তিনি নিজে অবশ্য লাল হলুদ প্রস্তাবের কথা উড়িয়েছেন। এখন শোনা যাচ্ছে জর্জ কোস্তার নাম।

কোস্তার ইন্ডিয়ান সুপার লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। ২০১৮-২০ মরসুমে তিনি মুম্বই সিটি ফুটবল ক্লাবের দায়িত্বে ছিলেন। ২০০৬ সাল থেকে কোচিং করাচ্ছেন। বহু ক্লাবের দায়িত্ব সামলেছেন, অভিজ্ঞতা দীর্ঘ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন