১ আগস্ট প্রথাগত রীতি মেনে, যথাযোগ্য মর্যাদায় ও উৎসবের আবহে পালিত হল ইস্টবেঙ্গলের (East Bengal) ১০৬ তম প্রতিষ্ঠা দিবস (Foundation Day)। সকাল থেকেই লাল-হলুদের তাঁবু ও মাঠজুড়ে ছিল উৎসবের চেহারা। শতাধিক সমর্থক, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়, কর্মকর্তারা মিলিত হয়ে স্মরণ করলেন ক্লাবের সুদীর্ঘ ও গৌরবময় ইতিহাস।
সকালের প্রথম কর্মসূচি হিসেবে সকাল ১১.৩০টায় ক্লাব তাঁবুতে ক্লাবের তিন প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু এবং ডাঃ রমেশ (নশা) সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সাধারণ সম্পাদক রূপক সাহা, লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার, প্রাক্তন খেলোয়াড় এবং ক্লাবের কার্যকরী সমিতির সদস্যরা। অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ফুটবল স্কুলের শিক্ষার্থীদেরও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এরপর ক্লাব প্রাঙ্গণে উত্তোলন করা হয় ক্লাবের পতাকা। লাল-হলুদ বেলুন উড়িয়ে সম্পূর্ণ ক্লাব মাঠকে উৎসবমুখর করে তোলা হয়। এদিনের অন্যতম আকর্ষণ ছিল বিশাল কেক কেটে ক্লাবের ১০৬ বছরের যাত্রা উদযাপন করা। শতাব্দী পেরনো ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ক্লাব তাঁবু ভরে উঠেছিল সমর্থক ও সদস্যদের উচ্ছ্বাসে।
বিকেলবেলায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ইস্টবেঙ্গল দিবস’ অনুষ্ঠানের। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বিশিষ্ট সংগীত শিল্পী মনোময় ভট্টাচার্য। পাশাপাশি সেখানে বিভিন্ন বিভাগে ক্লাবের কৃতী ক্রীড়াবিদ, কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম সহ একাধিক প্রাক্তন তারকা লাল-হলুদ ফুটবলার ও বিশিষ্টজনেরা।
এবছরের ‘ভারত গৌরব’ সম্মানে ভূষিত হবেন দেশের প্রাক্তন হকি অধিনায়ক পি আর শ্রীজেশ। বিদেশে অবস্থান করায়, ডঃ রমেশচন্দ্র সেন স্মৃতি জীবনকৃতি সম্মানপ্রাপ্ত প্রাক্তন অধিনায়ক সত্যজিৎ মিত্রের হয়ে পুরস্কার গ্রহণ করবেন তাঁর পরিবারের সদস্যরা। সাংবাদিকতা জগতে অবদানের জন্য ‘বোমকেশ বসু স্মৃতি সম্মান’ পাবেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মিহির বসু।
পুরুষ ও মহিলা ফুটবলে বর্ষসেরা ফুটবলারের সম্মান দেওয়া হবে যথাক্রমে সৌভিক চক্রবর্তী ও সৌম্যা গুগুলথ।এছাড়া প্রতিশ্রুতিমান ফুটবলার হিসেবে সম্মান পাবেন পিভি বিষ্ণু। বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কণিষ্ক শেঠ। ‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে ভূষিত করা হবে মহিলা দলের অভিজ্ঞ খেলোয়াড় সঙ্গীতা বাসফোরকে।
এছাড়াও সম্মান জানানোর কথা রয়েছে কোচ সঞ্জয় সেন, লাল-হলুদ মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ, দুই রেফারি করুণা চক্রবর্তী ও কার্তিক ইন্দু, ক্লাব সমর্থক ননীগোপাল বণিক ও মন্টু সাহা এবং দাবাড়ু আরণ্যক ঘোষকে। এবারের প্রতিষ্ঠা দিবসের বিশেষ গুরুত্ব হল ১৯৭৫ সালের ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়, ৫০ বছর পূর্তি উপলক্ষে।
East Bengal club celebrates 106th Foundation Day with Tribute awards and 1975 legacy focus