বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে ইস্টবেঙ্গলের অনন্য উদ্যোগ

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস (World Sports Journalist Day) উপলক্ষে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব মঙ্গলবার ঘোষণা করল দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে। এক্ষেত্রে প্রাক্তন খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক (Sports…

East Bengal Club Announces Two Landmark Initiatives on the occasion of World Sports Journalist Day

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস (World Sports Journalist Day) উপলক্ষে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব মঙ্গলবার ঘোষণা করল দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে। এক্ষেত্রে প্রাক্তন খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক (Sports Journalist) এবং ক্লাবের সঙ্গে যুক্ত সহায়ক কর্মীদের আর্থিক সহায়তা ও পেশাগত সহায়তা প্রদান করবে। ক্লাবের এই পদক্ষেপ ক্রীড়াজগতের প্রতি তাদের দায়বদ্ধতা ও সামাজিক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছে।

প্রেসিডেন্ট’স বেনেভোলেন্ট ফান্ড চালু করল ক্লাব

   

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘President’s Benevolent Fund’ নামে একটি তহবিল গঠিত হয়েছে। মূল উদ্দেশ্য হল খেলাধুলার সঙ্গে যুক্ত অথচ আর্থিক বা শারীরিক সমস্যায় ভোগা মানুষদের পাশে দাঁড়ানো। এই তহবিল থেকে আর্থিক সহায়তা পাবেন:

  • ক্রীড়া সাংবাদিক যারা অসুস্থতা বা দুর্দশার মধ্যে রয়েছেন
  • প্রাক্তন খেলোয়াড় যারা ক্লাবের হয়ে খেলেছেন
  • মাঠ কর্মী ও অন্যান্য সহায়ক কর্মীরা

এই তহবিলের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন। ক্লাব সূত্রে জানা গিয়েছে, অনুদানের অনুমোদনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যাতে থাকবেন ক্রীড়া সাংবাদিক ক্লাবের প্রতিনিধিরা।

একই সঙ্গে, লাল-হলুদ শিবির এবং অন্যান্য ক্লাবের সঙ্গে যুক্ত প্রাক্তন ও খেলোয়াড়দের সহায়তার জন্য আরও একটি আলাদা ১০ লক্ষ টাকার তহবিল তৈরি করা হয়েছে। এখানেও একইভাবে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এই অনুদান অনুমোদন করবে ইস্টবেঙ্গল ক্লাবের নিজস্ব কমিটি।

ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ কেবল আর্থিক সহায়তা নয়, বরং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, যারা ক্লাবের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Advertisements

সাংবাদিকদের জন্য ক্লাব মিডিয়া রুম উন্মুক্ত

ক্রীড়া সাংবাদিকদের প্রতি সম্মান জানিয়ে ইস্টবেঙ্গল ক্লাব তাদের মিডিয়া রুম ব্যবহারের সুযোগ করে দিচ্ছে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের জন্য। এখন থেকে, পূর্বনির্ধারিত অনুমতির ভিত্তিতে সাংবাদিকরা ক্লাবের মিডিয়া রুম ব্যবহার করতে পারবেন সাক্ষাৎকার, মিটিং বা কর্মস্থল হিসেবে।

দেবব্রত সরকার বলেন, “মিডিয়া আমাদের খেলার ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণে যে ভূমিকা পালন করে, তা অস্বীকার করার নয়। এই উদ্যোগ সেই অবদানের স্বীকৃতি।”

ইস্টবেঙ্গল ক্লাবের এই দুটি উদ্যোগ সামাজিক দায়িত্ববোধ এবং ক্রীড়া জগতের অবদানকারীদের প্রতি শ্রদ্ধার প্রতিফলন। ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, “ইস্টবেঙ্গল শুধু খেলার ক্লাব নয়, এটি একটি পরিবার। যারা আমাদের ইতিহাস গড়েছেন, আমরা তাদের পাশে থাকব—এটাই আমাদের প্রতিশ্রুতি।”

East Bengal Club Announces Two Landmark Initiatives on the occasion of  World Sports Journalist Day