East Bengal Club : ইমামির কাছে আবার ফেরত পাঠানো হবে চুক্তিপত্র!

East Bengal supporters Nitu sarkar

এখনই আসেনি উৎসবের সময়। সই এখনও বাকি। সব ঠিক না থাকলে লক্ষ্যের খুব কাছে এসে বুজতে পারে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব সমর্থকদের আশা আকাঙ্ক্ষার মশাল।

জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাব ও ইমামি গোষ্ঠীর মধ্যে মূল চুক্তিতে সই হওয়ার মাঝে এখনও দূরত্ব রয়েছে। গোষ্ঠীর কাছে ফের পাঠানো হতে পারে চুক্তিপত্র। আইনজীবীদের সঙ্গে কথা বলার পর কাগজ কোম্পানির কাছে আবার পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

   

ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনায় বসার আগে নিশ্চয়ই কিছু পড়াশুনা করে নিয়েছিলেন ইমামির আধিকারিকেরা। এর আগে কোয়েস ও শ্রী সিমেন্ট পর্বের ব্যাপারে নিশ্চই ভালো করে খোঁজ খবর নিয়েছিলেন কোম্পানির আধিকারিকেরা। তাই মূল চুক্তি পত্রে সই না হওয়া পর্যন্ত কোম্পানি কোনও অর্থ বিনিয়োগ করবে না বলেই মনে করা হচ্ছে।

দিন দুই হল নতুন কোম্পানি গঠনের ব্যাপারে কিছু খবর ময়দানে শোনা গিয়েছিল। ইস্টবেঙ্গল ক্লাব ও ইমামি গ্রুপের যৌথ উদ্যোগে নতুন কোম্পানি গঠনের ব্যাপারে আবেদন করা হয়েছে বলে খবর। এরই মধ্যে রয়ে গিয়েছে ট্রান্সফার ব্যান সংক্রান্ত সমস্যা। মেটাতে হবে প্রায় ৭ লক্ষ টাকা। ফেডারশনের হাত ধরে আগে মেটাতে হবে অর্থ সংক্রান্ত সমস্যা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন