East Bengal : ভ্যালেন্সিয়ায় খেলা স্প্যানিশ উইঙ্গারের সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল

দ্বিতীয় বিদেশি ফুটবলারকে হয়তো শীঘ্রই নিশ্চিত করে ফেলবে ইস্টবেঙ্গল (East Bengal)। এখনও পর্যন্ত যা গতিবিধি তাতে শুধু একটা সইয়ের অপেক্ষা। ভ্যালেন্সিয়া, ম্যালোরকার মতো ক্লাবে খেলা এক স্প্যানিশ উইঙ্গরকে দলে নিতে চলেছে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব।

Advertisements

সর্বভারতীয় এক ক্রীড়া সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, আরিদাই কবরেরার সঙ্গে ইস্টবেঙ্গলের কথা অনেক দূর এগিয়েছে। শুধু সই করার অপেক্ষা। সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্প্যানিশ ফুটবলারের কাছে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রি কন্ট্যাক্ট এর কাগজ। সই করলেন ২০২২-২৩ মরশুমের জন্য তিনি চূড়ান্ত।

আরও পড়ুন: ATK Mohun Bagan : আগামী মরশুমেও বাগানে থাকছেন এই বিদেশি

Advertisements

ওড়িশা এফসির হাত ধরে ইন্ডিয়ান সুপার লিগে এসেছিলেন আরিদাই কবরেরা। সৈকত নগরীর দলটির হয়ে তিনি খেলেছেন সতেরোটি ম্যাচ। অন্যকে দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে।

ভারতীয় ফুটবলে যোগ দেওয়ার আগে স্পেনের একাধিক নাম করা ক্লাবে তিনি খেলেছিলেন। ম্যালোরকা, ভ্যালেন্সিয়ার বি দল, হুরিকান, গিরোনা, বেটিসের বি টিম সহ একাধিক দলে তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে।