রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের জাতীয় স্তরে ও এবার দারুণ ছন্দে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal )। নির্ধারিত সূচী অনুযায়ী আজ দিল্লি ইউনিভার্সিটি ক্যাম্পাসে মিজোরামের শক্তিশালী ফুটবল ক্লাব হোম মিশন এফসির মুখোমুখি হয়েছিল লাল-হলুদের ছোটরা। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় বিনো জর্জের ছেলেরা। দলের হয়ে গোল করেন পিভি বিষ্ণু। বলাবাহুল্য, আজ তার অনবদ্য পারফরম্যান্সের সাক্ষী থেকেছে সকলে। কর্নার থেকে গোল করার পাশাপাশি অনবদ্য হেড। সেগুলির কোনো জবাব ছিল না প্রতিপক্ষ দলের কাছে।
যারফলে, অনায়াসেই এবারের ডেভলপমেন্ট লিগের সেমিফাইনালে উঠে গেল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সকলের কাছে। বলতে গেলে এক ম্যাচ বাকি থাকতেই গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে মূল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকল সায়নরা। এবার সামনে আরো বড় লড়াই। এখন সেদিকেই বাড়তি নজর দলের ফুটবলারদের।
উল্লেখ্য, আজ ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট চনমনে থাকতে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। তার প্রভাব ও দেখা গিয়েছে ব্যাপকভাবে। তবে বিষ্ণুর প্রথম গোল অনায়াসেই পিছনে ঠেলে দেয় প্রতিপক্ষ দলকে। তারপর মানবীরের হেড থেকে দ্বিতীয় গোল আসতেই কার্যত পরাজয় স্বীকার করে নেয় হোম মিশন ফুটবল দল।
গত ফুটবল মরশুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স করার পরেও শেষ রক্ষা হয়নি। বিদায় নিতে হয়েছিল জাতীয় স্তর থেকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল দলের ফুটবলারদের কাছে। তবে এবার নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কলকাতা ময়দানের এই প্রধান। সেক্ষেত্রে তারা ভরসা রেখেছিল কোচ বিনো জর্জের উপর। তার তত্ত্বাবধানেই এবার ডেভলপমেন্ট লিগের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল ফুটবল দল।