Calcutta League: মহিতোষের গোলে লিগে ফের জয় ইস্টবেঙ্গলের

এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে (Calcutta League) এখনো পর্যন্ত অপরাজিত থাকল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) ব্রিগেড।

East Bengal Clinches Victory

এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে (Calcutta League) এখনো পর্যন্ত অপরাজিত থাকল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ব্রিগেড। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ নিজেদের ঘরের মাঠে কলকাতা কাস্টমসের বিপক্ষে খেলতে নেমেছিল বিনো জর্জের ছেলেরা। ম্যাচের সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল লাল-হলুদ ব্রিগেড।

দলের হয়ে একটিমাত্র গোল করেন মহিতোষ রায় রাজবংশী। মাঝে বিএসএস দলের পাশাপাশি শক্তিশালী ভবানীপুর ক্লাবের বিপক্ষে ড্র করলেও গত কয়েক ম্যাচ ধরেই জয়ের ধারা অব্যাহত থেকেছে বিনো জর্জের ছেলেদের। শেষ ম্যাচে এরিয়ান ক্লাবের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল।

   

এবার কলকাতা কাস্টমসের বিপক্ষে ও জয় তুলে নিল ময়দানের এই প্রধান। গত কয়েক ম্যাচ ধরে জয়ের ধারা বজায় থাকার ফলে আজও যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল লাল-হলুদ ফুটবলাররা। তাই প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকেই আক্রমণ বাড়াতে শুরু করেছিল সার্থক-আমনরা। তবে কিছুতেই প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না সঞ্জীবদের পক্ষে। অপরদিক থেকে কাস্টমস দলের তরফ থেকে গোলের চেষ্টা করা হলেও অল্পের জন্য রক্ষা পায় ইস্টবেঙ্গল দল। যারফলে, প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে খেলার ফলাফল।

তবে দ্বিতীয়ার্ধ শুরু হাতেই দ্বিগুণ চাপ বাড়তে থাকে কলকাতা কাস্টমস দলের ফুটবলাররা। তারপর একাধিকবার গোলের সুযোগ এলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি প্রতিপক্ষের ফুটবলারদের পক্ষে। অপরদিকে আক্রমণে উঠলেও কাস্টমস দলের ডিফেন্স ভাঙতে বারংবার ব্যর্থ হচ্ছিল লাল-হলুদ ফুটবলাররা। শেষ পর্যন্ত ম্যাচের ৮৭ মিনিটের মাথায় দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার তথা মহিতোষ রাজবংশের করা গোলে এগিয়ে যায় দল। সেই গোল থেকেই জয় উঠে আসে ইস্টবেঙ্গলের।