ডার্বিতে পুরো পয়েন্ট ইস্টবেঙ্গলের, অলিখিত ফাইনাল ডায়মন্ড হারবার ম্যাচ

এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে দুরন্ত ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। একের পর এক প্রতিপক্ষ দল গুলির বিপক্ষে জয় এসেছে অতি সহজেই। তারপর আর খুব…

East Bengal

এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে দুরন্ত ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। একের পর এক প্রতিপক্ষ দল গুলির বিপক্ষে জয় এসেছে অতি সহজেই। তারপর আর খুব একটা সমস্যা হয়নি। বাকিদের টেক্কা দিয়ে অনায়াসেই লিগের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে সুপার সিক্স নিশ্চিত করে ময়দানের এই প্রধান। সেখানেও এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ময়দানের এই প্রধান। সুপার সিক্সের প্রথম ম্যাচে অনায়াসেই তাঁরা পরাজিত করে ক্যালকাটা কাস্টমস ফুটবল ক্লাবকে। তারপর দ্বিতীয় ম্যাচে ও বজায় থাকে সেই একই ধারা।

বিরাট বড় ব্যবধানে নিউ আলিপুর সুরুচি সংঘকে পরাজিত করে জেসিন টিকেরা। কিন্তু তৃতীয় ম্যাচেই আটকে যেতে হয়েছে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। সম্পূর্ণ সময় শেষে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল সেই ম্যাচ। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল উভয়পক্ষকে। কিন্তু পরবর্তীতে বদলে যায় গোটা পরিস্থিতি। যেখানে আইএফএ’র নিয়ম লঙ্খন করার অভিযোগ আনা হয় লাল-হলুদের তরফে। আসলে সেই ম্যাচের ৪৩ মিনিটের মাথায় খেলোয়াড় বদলের সময় চারজন ভূমিপুত্রের বদলে মাত্র তিনজন ভূমিপুত্রকেই মাঠে রেখেছিল মহামেডান।

   

পরবর্তীতে সেটি সঠিক প্রমাণিত হওয়ায় ম্যাচের সম্পূর্ণ পয়েন্ট দিয়ে দেওয়া হয় লাল-হলুদ ব্রিগেডকে। যার ফলে নিঃসন্দেহে চ্যাম্পিয়নশিপের আরও অনেকটাই কাছে চলে যায় ইস্টবেঙ্গল। বর্তমানে ময়দানের এই প্রধানের পাশাপাশি চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbor FC)। তবে মহামেডানের পয়েন্ট কাঁটার ফলে প্রায় চার পয়েন্টের পার্থক্য হয়ে দাঁড়ালো লাল-হলুদের সঙ্গে। নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগামী ১৪ই অক্টোবর বিকেল তিনটে নাগাদ বারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbor FC) মুখোমুখি হবে সায়ন ব্যানার্জিরা।

হিসাব মত কলকাতা ফুটবল লিগের অলিখিত ফাইনাল ম্যাচ হতে চলেছে এটি। আসন্ন এই ম্যাচ ড্র করতে পারলেই এবারের কলকাতা লিগ নিশ্চিত ইমামি ইস্টবেঙ্গলের। অপরদিকে চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে জয় পেতে হবে প্রতিপক্ষ দলকে।