ডুরান্ড কাপে একের পর এক টানা দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে পরাজিত করার পর গত বুধবার দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল অস্কার ব্রুজোর ছেলেরা। যেখানে লড়াই করতে হয়েছিল নামধারী এফসির বিপক্ষে। দাপুটে ফুটবল খেলে শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় কলকাতা ময়দানের এই প্রধান। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মরোক্কান তারকা হামিদ আহদাদ। এই জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালের রাস্তা প্রশস্ত হয়ে গেল লাল-হলুদের। মরসুমের শুরুতেই দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছে সকলকে।
পাশাপাশি এই ম্যাচে প্রথম থেকেই সকলের নজর কেড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরা। প্রথম মিনিট থেকেই তাঁর দুরপাল্লার শট সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছিল নামধারীর গোলরক্ষককে। নিজে গোল না পেলেও তাঁর পারফরম্যান্স মন জয় করেছে সকল সমর্থকদের। ম্যাচ শেষে যুবভারতী ছাড়ার সময় লাল-হলুদ কর্তা দেবব্রত সরকারকে (Debabrata Sarkar)। দল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” টিমটা আস্তে আস্তে খেলতে খেলতে ছন্দে আসবে। সব থেকে বড় কথা টিমটায় রিপ্লেসমেন্ট আছে। তবে আমার মনে হয় ওদের আরও প্রাকটিস করে আসতে হবে। সবে তো শুরু হয়েছে। দেখা যাক।”
পাশাপাশি মিগুয়েলের প্রসঙ্গে বলেন, “ও তো ফিট নয় এখনও। ধীরে ধীরে ছন্দে আসবে। তাঁর কোয়ালিটি আছে। ধীরে ধীরে ফর্মে ফিরবে।” সেইসাথে দলের তরুণ প্রতিভা তথা পিভি বিষ্ণুর প্রসঙ্গে প্রশ্ন আসলে দেবব্রত সরকার বলেন, ” বিষ্ণুর চোট ধীরে ধীরে ঠিক হবে। তবে পরবর্তী ম্যাচে তাঁকে মাঠে পাওয়া যাবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয়।” এছাড়াও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে আইএসএল প্রসঙ্গে ডাকা বৈঠকে ভার্চুয়ালভাবে যে দলের প্রতিনিধি থাকবেন সেই কথা ও জানান তিনি।
গত মরসুমে দলের খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও সেই অতীত ভুলে এবারের এই মরসুমে দলকে সাফল্যের সরণিতে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর লাল-হলুদ কর্তারা।